একনজরে দেখে নেওয়া যাক, কি বলছে নয়া পাঁচস্তরীয় কর কাঠামো। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ঘোষণা, ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না। আগের কাঠামো অনুযায়ী আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ। বাৎসরিক আয় ৬ লক্ষ থেকে ৯ লক্ষ হলে এক জন বেতনভোগীকে কর দিতে হবে ১০ শতাংশ। পুরনো কাঠামোতে এই পর্যন্ত হিসাব একই ছিল।
এই বিষয়ে কী বলছেন বাজেট বিশেষজ্ঞরা? বাজেট বিশেষজ্ঞদের মতে, কারও আয় যদি ৭ লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে, তা হলে তাঁদের নতুন কর কাঠামো বেছে নেওয়া উচিত। কিন্তু কারও আয় যদি ৭ লক্ষের বেশি হয় তা হলে পুরনো কর কাঠামো বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ সে ক্ষেত্রে বিনিয়োগের উপর ছাড়ের কিছু সুবিধা পাওয়া যাবে।