মার্কিন নিষেধাজ্ঞার লাল চোখকে বুড়ো আঙুল! ইউক্রেন যুদ্ধে ‘বন্ধু’র হাত শক্ত করতে ফের রাশিয়ার পাশে ভারত। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেই লক্ষ্যে মস্কোর গোলা-বারুদের কারখানায় টন টন বিস্ফোরক পাঠাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর জেরে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
ভারতীয় শুল্ক দফতরকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ১৪ লক্ষ ডলার মূল্যের এইচএমএক্স বা অক্টোজ়েন নামের বিস্ফোরক রাশিয়ায় পাঠায় এ দেশের একটি সংস্থা। ওই বিস্ফোরক সরাসরি পৌঁছোয় মস্কোর প্রোমসিনটেজ় নামের একটি কোম্পানির হাতে। কিভের গুপ্তচর সংস্থা ‘সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন’ বা এসবিইউ-এর দাবি, সংশ্লিষ্ট সংস্থাটির সঙ্গে ক্রেমলিন ফৌজের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আর তাই চলতি বছরের এপ্রিলে ড্রোন হামলায় প্রোমসিনটেজ়ের একটি কারখানা ওড়ানোর চেষ্টা করে তারা।