বিত্তবানদের দেশত্যাগের হিড়িক! মাতৃভূমি ছেড়ে বিদেশকেই আপন করে নিচ্ছেন ধনকুবেররা! যত সময় গড়াচ্ছে, দুনিয়া জুড়ে বাড়ছে সেই প্রবণতা। এ ব্যাপারে পিছিয়ে নেই ভারতের সম্পদশালী উদ্যোগপতি থেকে লগ্নিকারীরাও। ফলে দ্বিমুখী সমস্যার মুখে পড়ছে দেশ। প্রথমত, বিপুল হারে হচ্ছে সম্পদের বহির্গমন। দ্বিতীয়ত, আর্থিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে পড়ছে এর সুদূরপ্রসারী প্রভাব। কিন্তু কেন হঠাৎ জন্মস্থল ছাড়তে চাইছেন ধনকুবেররা?
সম্প্রতি, বিত্তবানদের স্বদেশত্যাগের উপর ‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৫’ শীর্ষক একটি সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। সেখানে ভারতীয় ধনকুবেরদের দেশ ছাড়ার বিষয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে ব্রিটিশ সমীক্ষক সংস্থা ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’। তাদের দাবি, চলতি বছরে এ দেশের অন্তত সাড়ে তিন হাজার সম্পদশালীর পাকাপাকি ভাবে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত দু’বছরের নিরিখে এই সূচক কিছুটা নিম্নমুখী হয়েছে।