Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
iPhone 17 price

ভারত আর পাকিস্তানের বাজারে একই সঙ্গে এসেছে আইফোন ১৭! কোন দেশ থেকে কিনলে লাভ?

গত ৯ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোন ১৭ সিরিজ়। অ্যাপ্‌ল একসঙ্গে চারটি নতুন মডেল বাজারে এনেছে। বর্তমানে সারা বিশ্বের ৬৩টি দেশে এই সিরিজ়ের আইফোন বিক্রি হচ্ছে। এর মধ্যে ভারত যেমন রয়েছে, তেমনই রয়েছে পাকিস্তানও। তার পর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছে— এ দেশে একটি আইফোন কিনতে কত খরচ করতে হবে? আর ভারতের তুলনায় পাকিস্তানে সেই দাম কতটা কম বা বেশি?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬
Share: Save:
০১ ১৮
iPhone 17

চলতি মাসে সুখবর পেয়েছেন আইফোনপ্রেমীরা। তাঁদের বহুকাঙ্ক্ষিত ১৭ সিরিজ়ের আইফোন বাজারে এসে গিয়েছে। মার্কিন টেক জায়ান্ট প্রতি বছরই নিত্যনতুন ছোঁয়া রাখে আইফোন গ্রাহকদের কাছে। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

০২ ১৮
iPhone 17

অ্যাপ্‌ল সংস্থা গ্রাহকদের জন্য একসঙ্গে চারটি মুঠোফোন নিয়ে এসেছে, যা সারা বিশ্বের ৬৩টি দেশে বিক্রি হচ্ছে। যদিও সব দেশে একই দামে বিক্রি হয় না আইফোন। জেনে নিন, এ দেশে একটি আইফোন কিনতে কত খরচ করতে হবে? আর ভারতের তুলনায় পাকিস্তানে সেই দাম কতটা কম বা বেশি?

০৩ ১৮
iPhone 17

এই দুই প্রশ্নের উত্তর জানার আগে, ১৭ সিরিজ়ের কোন কোন মডেল বাজারে এসেছে তা জানতে হবে। কারণ, আইফোনের প্রতিটি মডেলের দাম ভিন্ন ভিন্ন থাকে। প্রতি বছর একটি সিরিজ়ের মধ্যেই অনেক ধরনের মডেল বাজারে নিয়ে আসে মার্কিন টেক জায়ান্ট।

০৪ ১৮
iPhone 17

১৭ সিরিজ়ের ক্ষেত্রে গ্রাহকদের সামনে একসঙ্গে চারটি মুঠোফোন এনেছে অ্যাপ্‌ল সংস্থা। সেগুলি হল আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স।

০৫ ১৮
iPhone 17

ভারতে আইফোন-১৭ সিরিজ়ের একদম সাধারণ মডেলটা কিনতে চাইলে দিতে হবে ৮২,৯০০ টাকা। এই মডেলে ২৫৬ জিবি স্টোরেজ পাবেন গ্রাহকেরা। একটু বেশি স্টোরেজ নিতে চাইলে, অর্থাৎ ৫১২ জিবির জন্য ১,০২,৯০০ টাকা লাগবে।

০৬ ১৮
iPhone 17

পাকিস্তানে আইফোন ১৭-র বিক্রি শুরুই হচ্ছে ৩,৬৫,২৮০ পাকিস্তানি টাকা দিয়ে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১,১৩,৩৮৭ টাকা। অর্থাৎ, একেবারে সাধারণ মডেলের দামই ভারতের তুলনায় ৩০,৪৮৭ টাকা বেশি।

০৭ ১৮
iPhone 17

বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, ৫১২ জিবি কিনতে চাইলে পাকিস্তানে দাম পড়তে পারে ৪,৮০,০০০ পাকিস্তানি টাকা থেকে ৫,৫০,০০০ পাকিস্তানি টাকার মধ্যে। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১,৪৯,২৩০ টাকা থেকে ১,৭১,০০০ টাকার কাছাকাছি। এ ক্ষেত্রেও দাম অনেকটাই বেশি।

০৮ ১৮
iPhone 17

আইফোন ১৭ সিরিজ় লঞ্চের সময় সামনে এসেছে আইফোন ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন, আইফোন এয়ার। ফোনটি চওড়ায় মাত্র ৫.৬ মিলিমিটার। ওজন মাত্র ১৬৫ গ্রাম। ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে তৈরি এই ফোনটি। এই ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চির এবং ফোনের উভয় দিকেই রয়েছে প্রো-সেরামিক শিল্ড।

০৯ ১৮
iPhone 17

অ্যাপ্‌ল কর্তৃপক্ষের দাবি, আইওএস ২৬-এর অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং এন১ অয়্যারলেস চিপ থাকায় এটির ব্যাটারি খরচও কম হবে। ফোনে এআই-এর কার্যক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ম্যাক ব্রুক প্রো স্তরের পারফরম্যান্সের দাবিও করা হয়েছে। কালো, সাদা, হালকা সোনালি এবং আকাশি— এই চার রঙে পাওয়া যাবে এই ফোনটি।

১০ ১৮
iPhone 17

ভারতে আইফোন ১৭ এয়ারের দাম ২৫৬ জিবির জন্য ১,১৯,৯০০ টাকা। ৫১২ জিবির জন্য ১,৩৯,৯০০ টাকা এবং এক টিবি স্টোরেজ-সহ কিনতে চাইলে দিতে হবে ১,৫৯,৯০০ টাকা।

১১ ১৮
iPhone 17

একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে আইফোন ১৭ এয়ারের দাম শুরুই হচ্ছে ৪,৮৩,৬৮০ পাকিস্তানি টাকা দিয়ে, যা ভারতীয় মুদ্রায় ১,৫০,৩৪১ টাকা। অর্থাৎ, এই ক্ষেত্রেও ৩০ হাজার টাকারও বেশি দাম পড়তে পারে পাকিস্তানে আইফোন ১৭ এয়ারের।

১২ ১৮
iPhone 17

আইফোন ১৭ প্রো মডেল কিনতে গেলে ভারতে দাম পড়বে ১,৩৪,৯০০ টাকা। এই দাম ২৫৬ জিবি স্টোরেজের জন্য বরাদ্দ। আর ৫১২ জিবি নিতে চাইলে দিতে হবে ১,৫৪,৯০০ টাকা। এক টিবির ক্ষেত্রে ১,৭৪,৯০০ টাকা।

১৩ ১৮
iPhone 17

চলতি বছর আইফোন ১৭ প্রো মডেলে নতুন একটি রং নিয়ে এসেছে অ্যাপ্‌ল সংস্থা। কমলা রং। এটি শুধুমাত্র প্রো এবং প্রো ম্যাক্স মডেলের জন্যই পাওয়া যাবে। সুত্রের খবর, পাকিস্তানে আইফোন ১৭ প্রো কিনতে চাইলে দিতে হবে ৫,৩১,৬৮০ পাকিস্তানি টাকার কাছাকাছি। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ১,৬৫,২৪৮ টাকা। এই ক্ষেত্রেও ভারতের তুলনায় পাকিস্তানে দাম বেশি পড়ছে।

১৪ ১৮
iPhone 17

আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম ভারতে ২৫৬ জিবির জন্য ১,৪৯,৯০০ টাকা। ৫১২ জিবির জন্য ১,৬৯,৯০০ টাকা, এক টিবির ক্ষেত্রে পড়বে ১,৮৯,৯০০ টাকা এবং দুই টিবি কিনতে চাইলে গুনতে হবে ২,২৯,৯০০ টাকা।

১৫ ১৮
iPhone 17

ভারতে আইফোন ১৭ প্রো ম্যাক্সের তিনটি রং বাজারে এসেছে। কমলা, গাঢ় নীল এবং রুপোলি। পাকিস্তানে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরুই হচ্ছে ৫,৭৩,৯৯৯ পাকিস্তানি টাকা দিয়ে, যা ভারতীয় মুদ্রায় ১,৭৮,৪৩০ টাকা। অর্থাৎ, এই মুহূর্তের সবচেয়ে দামি ফোনের দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি পাকিস্তানে।

১৬ ১৮
iPhone 17

এই তুলনামূলক আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার। পাকিস্তানে আইফোনের দাম ভারতের চাইতে যথেষ্টই বেশি। তথ্য অনুযায়ী, অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত। ভারতীয় মুদ্রায় ১০০ টাকার কোনও সামগ্রী কিনতে চাইলে পাকিস্তানে তার দাম হয় ৩২২ পাকিস্তানি টাকা।

১৭ ১৮
iPhone 17

এ ছাড়াও আরও অনেকগুলি কারণ রয়েছে। পাকিস্তানে বিদেশ থেকে আনা কোনও মুঠোফোন কিনতে হলে ‘পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি’র (পিটিএ) রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন ট্যাক্স বা শুল্ক বেশ খরচসাপেক্ষ। অন্য দিকে ভারতের ক্ষেত্রে এমন কোনও বিদেশি রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না।

১৮ ১৮
iPhone 17

আবার, ভারতের তুলনায় পাকিস্তানে শুল্কের পরিমাণ অনেকটাই বেশি। ভারতে পণ্য ও পরিষেবা কর দিতে হয় শুধু। পাকিস্তানে পিটিএ রেজিস্ট্রেশনের টাকা এবং আমদানি শুল্ক দিতে হয়। তাই সব মিলিয়ে ভারতে অনেকটাই কম দামে বিক্রি হয় এই মার্কিন দ্রব্যটি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy