মার্কিন কৌশলগত ‘স্টেল্থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’-এর হামলায় ক্ষতবিক্ষত ইরান। ‘বাঙ্কার বাস্টার’ বোমায় একরকম ধ্বংস হয়ে গিয়েছে তেহরানের ভূগর্ভস্থ তিনটি মূল পরমাণুকেন্দ্র। যুক্তরাষ্ট্রের এ-হেন সাফল্যের পরেও একটি প্রশ্নে সরগরম দুনিয়া। আণবিক কেন্দ্রের পাশাপাশি সাবেক পারস্য দেশের সমৃদ্ধ (এনরিচ্ড) ইউরেনিয়াম নষ্ট করতে পেরেছে আমেরিকা? না কি আগেই তা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে শিয়া ফৌজ? পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামলেও এই ইস্যুতে অব্যাহত ধোঁয়াশা।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ‘‘আমরা খুব দ্রুত পদক্ষেপ করেছিলাম। ফলে ইরানের পক্ষে ওই পরমাণুকেন্দ্রগুলি থেকে কোনও কিছু সরানো সম্ভব হয়নি। তা ছাড়া আণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম ও উপাদান স্থানান্তরিত করা খুব বিপজ্জনক।’’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই আশ্বাসবাণীতে যে চিঁড়ে ভিজেছে, এমন নয়। তেহরান ফের গোপনে পরমাণু হাতিয়ার তৈরির কর্মসূচি শুরু করতে পারে বলে গোয়েন্দা রিপোর্টে মিলেছে ইঙ্গিত।