মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে বইছে ‘হালাল’ রক্ত! সেই কারণে দ্রুত দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাঁকে। এ বার প্রকাশ্যে এই আহ্বান জানালেন পশ্চিম এশিয়ায় আমেরিকার ‘বড় শত্রু’ ইরানের দু’হাজারের বেশি ইসলামীয় ধর্মগুরু। তাঁদের দেওয়া এ-হেন হুমকিতে ঘুম উড়েছে যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউএস সিক্রেট সার্ভিসের কর্তাব্যক্তিদের। ট্রাম্পের সুরক্ষাকে আরও জোরদার করার দিকে নজর দিয়েছেন তাঁরা।
চলতি বছরের ১ অগস্ট পারস্য উপসাগরের কোলের শিয়া মুলুকটির সর্ববৃহৎ মাদ্রাসা ‘কোম’-এ জড়ো হন দু’হাজারের বেশি ধর্মগুরু। সেখানে দেশের নিরাপত্তা সংক্রান্ত আলোচনার পর মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ফরমান জারি করেন তাঁরা। এই নিয়ে দেওয়া হয় একটি আনুষ্ঠানিক বিবৃতিও, যাতে ট্রাম্পের ধমনীতে ‘হালাল’ রক্ত বইছে বলে উল্লেখ রয়েছে।