‘দ্বিতীয় ঠান্ডা লড়াই’য়ে চিনের কাছে হারতে চলেছে আমেরিকা? যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা কৌশল’ বা এনএসএস (ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি) রিপোর্ট প্রকাশিত হতেই এই ইস্যুতে তুঙ্গে ওঠে জল্পনা। বেজিংকে হালকা ভাবে নিলে আগামী দিনে ওয়াশিংটনকে পস্তাতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ। কারণ, এ বার আর মতাদর্শগত সংঘাত নয়। ড্রাগনের আর্থিক ‘শক্তিশেলের’ আঘাত সইতে হবে প্রশান্ত ও আটলান্টিকের পারের ‘সুপার পাওয়ার’কে।
চলতি বছরের ৩ ডিসেম্বর ‘জাতীয় নিরাপত্তা কৌশল’ বা এনএসএস (ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি) সংক্রান্ত ২৯ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। যুক্তরাষ্ট্রের যুদ্ধ দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) সদর কার্যালয় পেন্টাগনের তৈরি ওই নথির ছত্রে ছত্রে রয়েছে চিনকে নিয়ে সতর্কতা। বেজিঙের থেকে কোন কোন ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে আছে, তা-ও সেখানে স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। দ্রুত সেই সব ফাঁকফোকর বুজিয়ে না ফেললে ওয়াশিংটনের পরাজয় অবশ্যম্ভাবী, বলছে বিশেষজ্ঞমহল।