সাধারণ সৈনিক থেকে অফিসার, সবাইকে গড়গড়িয়ে বলতে হবে আরবি! সেইসঙ্গে কণ্ঠস্থ করতে হবে কোরান। ইরানের সঙ্গে সংঘর্ষবিরতির পর বাহিনীর ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করল ইজ়রায়েল। ইহুদিভূমির এ-হেন পদক্ষেপে পশ্চিম এশিয়ায় পড়ে গিয়েছে শোরগোল। এর ফলে তেল আভিভের মাথা হেঁট হয়েছে বলে উৎসবে মেতেছেন প্যালেস্টাইনপন্থীরা। যদিও প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইহুদি সরকার।
ইজ়রায়েলি গণমাধ্যম ‘গ্যালেই তাজ়াহাল’-এর প্রতিবেদন অনুযায়ী, ইহুদি ফৌজকে আরবি ভাষায় শিক্ষিত করে তুলতে বাহিনীর মধ্যে তৈরি হবে বিশেষ একটি বিভাগ। ভাষাবিদ প্রশিক্ষকদের নেতৃত্বে কাজ করবে সেটি। প্রাথমিক পর্যায়ে অনুবাদক এবং রেডিয়ো অপারেটরদের আরবি শেখাবেন তাঁরা। পরে গুপ্তচর ও ফৌজের গোয়েন্দাবাহিনীর সমস্ত কর্মী থেকে শুরু করে সাধারণ সৈনিকদের শিখতে হবে আরবি ভাষা। পাশাপাশি, কোরানও শিখে রাখবে ইহুদি ফৌজ।