
ইরান-ইজ়রায়েল যুদ্ধে রক্তাক্ত পশ্চিম এশিয়া। লড়াইয়ের মধ্যেই বেছে বেছে সাবেক পারস্য দেশের সেনা অফিসার এবং পরমাণু বিজ্ঞানীদের নিকেশ করছে ইহুদি গুপ্তচরবাহিনী মোসাদ। তাঁদের সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছে না শিয়া মুলুকের গোয়েন্দারা। সূত্রের খবর, তেহরানের ভিত নাড়িয়ে দিতে সেখানে এক তরুণী গুপ্তচরকে পাঠিয়েছে তেল আভিভ। বর্তমানে সেই ‘লেডি কিলার’কে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ইরানি সেনা ও পুলিশ।

চলতি বছরের ১৩ থেকে ২১ জুনের মধ্যে ইজ়রায়েলি হামলায় অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে তেহরান। সাবেক পারস্য দেশের আধা সেনা ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ বা আইআরজিসির সর্বাধিনায়ককেও উড়িয়ে দিয়েছে ইহুদি ফৌজ। অধিকাংশ ক্ষেত্রেই বাড়ি বা গাড়িতে থাকাকালীন ক্ষেপণাস্ত্র বা বোমায় নিশানা করা হয়েছে তাঁদের। তেল আভিভের আক্রমণ এতটাই নিখুঁত ছিল যে আশপাশের কোনও কিছু সে ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।