পশ্চিম এশিয়ার যু্দ্ধে আপাতত ইতি। মুখোমুখি সংঘর্ষে দাঁড়ি টেনেছে বিবদমান ইরান এবং ইজ়রায়েল। লড়াই থামতেই দু’পক্ষের রণকৌশলের কাটাছেঁড়ায় বিশ্বের তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকদের ব্যস্ততা তুঙ্গে উঠেছে। সাবেক পারস্য দেশের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ বা এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়াই এই যুদ্ধের ‘মোড় ঘোরানো’ ঘটনা বলে উল্লেখ করেছেন তাঁরা। আর সেই অপারেশনে সফল হওয়ায় ফের খবরের শিরোনামে এসেছে ইহুদিদের গুপ্তচর সংস্থা মোসাদ।
যুদ্ধ শুরুর দিনেই এয়ার ডিফেন্স ধ্বংস করায় ইরানি আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় ইজ়রায়েলি বিমানবাহিনীর হাতে। ফলে ১২ দিনের সংঘর্ষে সাবেক পারস্য দেশে দাপিয়ে বেড়াতে পেরেছেন ইহুদি যোদ্ধা পাইলটেরা। বেছে বেছে শিয়া ফৌজের শীর্ষ কমান্ডার এবং পরমাণুবিজ্ঞানীদের নিকেশ করতেও সমস্যা হয়নি তাদের। তেহরানের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ উড়িয়ে দেওয়ার নীলনকশা তৈরির নেপথ্যে রয়েছে মোসাদের গুপ্তচরদের বহু দিনের পরিশ্রম এবং মেধা, বলছেন বিশ্লেষকেরা।