
আমেরিকা ও ইজ়রায়েলের সম্পর্কে চিড়? ইরানকে নিয়ে দুই ‘বন্ধু’র মধ্যে ঝগড়ার খবর প্রকাশ্যে আসতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। শেষ পর্যন্ত তাদের ‘দোস্তি’ ভেঙে গেলে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার সংজ্ঞা যে পুরোপুরি পাল্টে যাবে, তা বলাই বাহুল্য। শুধু তা-ই নয়, সে ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে পারে ইহুদিভূমির অস্তিত্ব। পাশাপাশি, সেখানে যুদ্ধের গতি তীব্র হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

চলতি বছরের ২২ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইহুদি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সময় নজিরবিহীন ভাবে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রপ্রধান। সেখানে ইরান ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে সুর চড়াতেও দ্বিধা করেননি নেতানিয়াহু। অন্য দিকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে হুমকি দেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট। ফলে দুই দেশের সম্পর্কে জটিলতা দেখা গিয়েছে।