লেবাননে পেজার বিস্ফোরণ হোক বা ইরানে ঢুকে ড্রোন হামলা। গুপ্তচরবৃত্তির ইতিহাসে ইহুদি-রাষ্ট্র ইজ়রায়েলের খ্যাতি ভুবনজোড়া। শত্রুদেশে ‘টার্গেট কিলিং’ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরির ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। তবে এই ধরনের দুঃসাহসিক অভিযানে নেমে বেশ কয়েক বার পা পিছলেছে তেল আভিভের। একবার তো তার জন্য গর্দান যাওয়ার উপক্রম হয়েছিল খোদ প্রতিরক্ষামন্ত্রীর। কোনও মতে পিঠ বাঁচান তিনি।
ইজ়রায়েলের সেই কলঙ্কিত প্রতিরক্ষামন্ত্রীর নাম পিনহাস লেভন। তাঁর নির্দেশে প্রতিবেশী দেশ মিশরে অভিযান চালাতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয় ইহুদি গুপ্তচরবাহিনী। সালটি ছিল ১৯৫৪। এক দশক শাসন করার পর সে বছর কুর্সি ছেড়ে দেন ইজ়রায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন। তাঁর স্থলাভিষিক্ত হন মোশে শারেট। লেভনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না তাঁর।