ইহুদিদের ‘অপারেশন রাইজ়িং লায়ন’ বনাম শিয়া ফৌজের ‘অপারেশন ট্রু প্রমিজ় ৩’। ইরান-ইজ়রায়েল সংঘর্ষে জ্বলছে আরব দুনিয়া। প্রথমেই সাবেক পারস্য দেশের পরমাণু ঠিকানাগুলিকে নিশানা করে লড়াইয়ের বিউগল বাজিয়ে দেয় তেল আভিভের বিমানবাহিনী। এর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরানি সেনা। তবে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রকাশ্যে এসেছে একটি প্রশ্ন। তা হল, ইহুদিদের আক্রমণে তেহরানে শুরু হয়নি তো তেজস্ক্রিয় বিকিরণ? বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ (ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি)।
চলতি বছরের ১৩ জুন ভোরে ইরানের পরমাণুকেন্দ্র এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে নিশানা করে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তাদের অন্যতম লক্ষ্যবস্তু ছিল নাতান্জ আণবিক কেন্দ্র। সাবেক পারস্য দেশের এটি সর্ববৃহৎ পরমাণুকেন্দ্র। এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খোলেন আইএইএর ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তিনি বলেন, ‘‘ইরানের নাতান্জ পরমাণু কেন্দ্রের ভিতরে তেজস্ক্রিয় এবং রাসায়নিক দূষণ ছড়িয়ে পড়েছে।’’