উচ্চতা ছ’ফুটের বেশি। লম্বা, ছিপছিপে চেহারার অভিনেতার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেতেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের। সত্তরের দশকে বড় পর্দার মাধ্যমে অভিনয় শুরু করলেও তিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ছোট পর্দার ‘অমিতাভ বচ্চন’। টেলি অভিনেতা কনওয়লজিৎ সিংহ ওয়ালিয়ার নামও জড়িয়ে পড়েছিল বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় নায়িকাদের সঙ্গে।