Advertisement
১৭ জুলাই ২০২৫
Marriage Gossip

এক বছর ধরে গোপনে সম্পর্ক! খ্যাতনামী সুরকারকে নাকি বিয়েও করতে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী কাব্য

সম্প্রতি সুরকারের সঙ্গে নৈশভোজ সারতে গিয়েছিলেন কাব্য। তার পর থেকেই শুরু হয় সেই জুটির বিয়ে নিয়ে জল্পনা। কানাঘুষো শোনা যেতে থাকে, স্বয়ং রজনীকান্ত নাকি তাঁদের বিয়ের ঘটকালি করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৬:৫৩
Share: Save:
০১ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

হায়দরাবাদের আইপিএল দলের মালকিন তিনি। তাঁর সৌন্দর্যে, গুণে, মুগ্ধ বহু পুরুষ। ম্যাচ চলাকালীন গ্যালারির আসনে বসে থাকা কাব্য মারানের দিকে ক্যামেরার লেন্স তাক করলেই অনেকের মনে ঝড় ওঠে। ব্যক্তিগত জীবন খুবই ব্যক্তিগত রাখেন কাব্য। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল— কাব্যের জীবনের এ সমস্ত প্রশ্ন নিয়ে কৌতূহল থাকে অনেকের। কিন্তু সেই প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যায়নি কখনওই। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় এসেছেন কাব্য। তিনি নাকি এক বছর ধরে সম্পর্কে রয়েছেন। এমনকি, তাঁর বিয়ে নিয়েও কথাবার্তা চলছে। কাব্যের জীবনে সেই ভাগ্যবান পুরুষ কে?

০২ ১৭
Anirudh Ravichander

কানাঘুষো শোনা যাচ্ছে যে, জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে নাকি বহু দিন ধরেই প্রেম করছেন কাব্য। কিন্তু তা এত সাবধানে করেছেন যে, তাঁদের সম্পর্ক কখনও প্রকাশ্যে আসেনি। অনিরুদ্ধের সঙ্গে কাব্যের সম্পর্ক এতই গভীর হয়ে প়়ড়েছে যে, তাঁদের নাকি বিয়ে নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।

০৩ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

সম্প্রতি কাব্যের সঙ্গে নৈশভোজ সারতে গিয়েছিলেন অনিরুদ্ধ। তাঁদের দু’জনকে হেসেখেলে সময় কাটাতে দেখেন ছবিশিকারিদের একাংশ। তার পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা।

০৪ ১৭
Anirudh Ravichander and Sunrisers Hyderabad owner Kavya Maran

গুঞ্জন শোনা যায় যে, এক বছর ধরে নাকি গোপনে অনিরুদ্ধের সঙ্গে সম্পর্কে রয়েছেন কাব্য। এই এক বছর ধরে বহু জায়গায় একসঙ্গে ডেটে গিয়েছেন তাঁরা। কারও মতে, গত বছর নাকি কাব্য এবং অনিরুদ্ধকে একসঙ্গে লাস ভেগাসের রাস্তায় হাতে হাত রেখে ঘুরতেও দেখা গিয়েছে।

০৫ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

বলিপাড়ার একাংশের দাবি, খুব শীঘ্রই চারহাত এক হতে চলেছে কাব্য এবং অনিরুদ্ধের। তাঁদের ভবিষ্যৎ নিয়ে নাকি চিন্তিত হয়ে পড়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। কাব্যের বাবা কালানিধি মারানের সঙ্গে কাব্য এবং অনিরুদ্ধের বিয়ে নিয়ে কথাবার্তাও নাকি বলে ফেলেছেন রজনীকান্ত।

০৬ ১৭
Anirudh Ravichander and Rajinikanth

রজনীকান্তের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে অনিরুদ্ধের। তাঁর বাবা রবি রাঘবেন্দ্র তামিল ভাষার ছবির অভিনেতা। অনিরুদ্ধের মা লক্ষ্মী রবিচন্দ্র শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্তের ভাই হন রবি রাঘবেন্দ্র। সেই সূত্রে রজনীকান্তের শ্যালকপুত্র হন অনিরুদ্ধ।

০৭ ১৭
Anirudh Ravichander

অনিরুদ্ধের অন্য একটি পরিচয়ও রয়েছে। ১৯৩০-এর দশকে দক্ষিণী ফিল্মজগতের অন্যতম ছবি নির্মাতা ছিলেন কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যম। অনিরুদ্ধ তাঁরই প্রপৌত্র। ১৯৯০ সালের অক্টোবর মাসে তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম অনিরুদ্ধের। ছোটবেলা থেকেই গানবাজনার প্রতি আগ্রহ ছিল তাঁর।

০৮ ১৭
Anirudh Ravichander

বন্ধুদের নিয়ে একটি ব্যান্ডও তৈরি করে ফেলেছিলেন অনিরুদ্ধ। স্কুলে পড়াকালীন অনিরুদ্ধের সেই ব্যান্ড একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এআর রহমান। সেই সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল অনিরুদ্ধদের ব্যান্ড।

০৯ ১৭
Anirudh Ravichander

তবে সঙ্গীতকে পেশা হিসাবে গ্রহণ করার বিষয় নিয়ে সংশয় দেখা দিয়েছিল অনিরুদ্ধের মনে। সঙ্গীতশিল্পী হলে যদি তিনি ব্যর্থ হন, সেই ভয় থেকে চাকরির জন্যও চেষ্টা করতে শুরু করেছিলেন অনিরুদ্ধ। কলেজের পড়াশোনা শেষ হওয়ার পর লন্ডনে গিয়ে পিয়ানো বাজানোর প্রশিক্ষণ নেন তিনি।

১০ ১৭
Anirudh Ravichander

২০১২ সালে প্রথম গান তৈরি করেছিলেন অনিরুদ্ধ। দক্ষিণী তারকা ধনুষের পাশাপাশি ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ নামের এই গান সৃষ্টির নেপথ্যে ছিলেন অনিরুদ্ধও। গানটি মুক্তি পেতেই জনপ্রিয় হয়ে যায়। সঙ্গীতের পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতেও নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেন অনিরুদ্ধ।

১১ ১৭
Anirudh Ravichander

দক্ষিণী অভিনেতা রজনীকান্ত, ধনুষ, বিজয়, কমল হাসন এবং বিজয় সেতুপতির মতো বহু তারকার কণ্ঠে গান গেয়েছেন অনিরুদ্ধ। অধিকাংশ সময় সঙ্গীত পরিচালনার দায়িত্বেও দেখা গিয়েছে তাঁকে। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি তাঁর ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য প্রথমে এআর রহমানকে প্রস্তাব দিয়েছিলেন। রহমান সেই প্রস্তাব খারিজ করলে অনিরুদ্ধের কাছে যান অ্যাটলি। পরিচালকের প্রস্তাবে রাজি হয়েছিলেন অনিরুদ্ধ।

১২ ১৭
Shah Rukh Khan

২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে সঙ্গীত পরিচালনার পর আরও জনপ্রিয়তা বেড়ে যায় অনিরুদ্ধের। কানাঘুষো শোনা যেতে থাকে, তার পর থেকেই নাকি কাব্যের সঙ্গে সখ্য হয়েছিল তাঁর। কাব্য এবং অনিরুদ্ধের বিয়ে নিয়ে মাত্রাহীন চর্চা শুরু হলে তা নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন অনিরুদ্ধ।

১৩ ১৭
Anirudh Ravichander

শনিবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে অনিরুদ্ধ লেখেন, ‘‘বিয়ে নাকি! আপনারা একটু শান্ত হোন। দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না।’’ কাব্যের সঙ্গে যে তাঁর বিয়ের খবর ভুয়ো, তা স্পষ্ট করে জানিয়ে দেন অনিরুদ্ধ। কিন্তু সম্পর্কের কথা প্রকাশ্যে অস্বীকার করতে দেখা যায়নি তাঁকে।

১৪ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

হায়দরাবাদের সান গোষ্ঠীর চেয়ারম্যান তথা রাজনীতিবিদ কালানিধি মারানের মেয়ে কাব্য। ১৯৯২ সালের অগস্ট মাসে জন্ম তাঁর। অনিরুদ্ধের চেয়ে প্রায় দু’বছরের ছোট তিনি।

১৫ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

বাবার সঙ্গে মেয়ে কাব্যও হায়দরাবাদ সানরাইজার্স দলের মালকিন। ২০১৮ সাল থেকে কাব্য দলের সিইও হিসাবে রয়েছেন। কম সময়ের মধ্যেই নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন কাব্য।

১৬ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর এমবিএ করতে আমেরিকায় গিয়েছিলেন কাব্য। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড স্টার্ন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন তিনি।

১৭ ১৭
Sunrisers Hyderabad owner Kavya Maran

বিদেশ থেকে পড়াশোনা শেষ করার পর ভারতে ফেরেন কাব্য। তার পর পারিবারিক ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। আইপিএলে দল ছাড়াও সান মিউজ়িক এবং সান টিভির এফএম রেডিয়ো চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy