
হায়দরাবাদের আইপিএল দলের মালকিন তিনি। তাঁর সৌন্দর্যে, গুণে, মুগ্ধ বহু পুরুষ। ম্যাচ চলাকালীন গ্যালারির আসনে বসে থাকা কাব্য মারানের দিকে ক্যামেরার লেন্স তাক করলেই অনেকের মনে ঝড় ওঠে। ব্যক্তিগত জীবন খুবই ব্যক্তিগত রাখেন কাব্য। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল— কাব্যের জীবনের এ সমস্ত প্রশ্ন নিয়ে কৌতূহল থাকে অনেকের। কিন্তু সেই প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যায়নি কখনওই। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় এসেছেন কাব্য। তিনি নাকি এক বছর ধরে সম্পর্কে রয়েছেন। এমনকি, তাঁর বিয়ে নিয়েও কথাবার্তা চলছে। কাব্যের জীবনে সেই ভাগ্যবান পুরুষ কে?