Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Amitabha-jaya bachcan marriage

‘পরিবারটাই ধ্বংস হয়ে গেল’! বেয়ানকে ডেকে সপাট জবাব দেন জয়ার বাবা, কী ঘটেছিল অমিত-জয়ার বিয়ের অনুষ্ঠানে

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। অমিতাভ বচ্চনের বাবা কবি হরিবংশ রাই বচ্চন তাঁর আত্মজীবনী ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ সেই ছেলের বিয়ের দিনের ছোট ছোট ঘটনার কোলাজ তুলে ধরেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৪:০৭
Share: Save:
০১ ১৪
শুধুমাত্র লন্ডনে ছুটি কাটানোর উদ্দেশ্যেই ছাঁদনাতলায় পৌঁছোন এই জুটি। লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন যুগল। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের এই তারকাজুটি। দাম্পত্যজীবন ৫০ বছর কাটিয়ে ফেলেছেন এই যুগল। ১৯৭৩ সাল থেকে দাম্পত্যজীবনের লম্বা ইনিংস অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের।

শুধুমাত্র লন্ডনে ছুটি কাটানোর উদ্দেশ্যেই ছাঁদনাতলায় পৌঁছোন এই জুটি। লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন যুগল। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের এই তারকাজুটি। দাম্পত্যজীবন ৫০ বছর কাটিয়ে ফেলেছেন এই যুগল। ১৯৭৩ সাল থেকে দাম্পত্যজীবনের লম্বা ইনিংস অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের।

০২ ১৪
Amitabha-jaya bachcan marriage

পাঁচ দশক ধরে একসঙ্গে বহু ছবি করেছেন অমিতাভ-জয়া। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটেই নাকি তাঁদের মধ্যে সম্পর্কের রসায়ন গভীর হয়েছিল। ১৯৭৩-এ বিয়ের বছরেই তাঁদের আর একটি হিট ছবি ‘অভিমান’। শুধু কেরিয়ার নয়, তারকাজুটির ব্যক্তিগত রসায়ন যেন আরও গাঢ় হয়ে ওঠে।

০৩ ১৪
Amitabha-jaya bachcan marriage

দুই তারকার বিয়ে সেই সময়ে বলিউডের ঘনিষ্ঠ মহলে আলোড়ন তুলেছিল। গোপনে বিয়ে সারার আগে থেকেই আরবসাগরের পারে ফিসফাস কানাকানি অমিতাভ-জয়ার প্রেম নিয়ে। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন তাঁর আত্মজীবনীতে ছেলের বিয়ের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেছেন। জয়ার পরিবার এই বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিল। নিজেদের বাড়ির বদলে এক পারিবারিক বন্ধুর বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছিল।

০৪ ১৪
Amitabha-jaya bachcan marriage

১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। অমিতাভ বচ্চনের বাবা কবি হরিবংশ রাই বচ্চন তাঁর আত্মজীবনী ‘ইন দ্য আফটারনুন অফ টাইম’-এ ছেলের বিয়ের দিনের ছোট ছোট ঘটনার কোলাজ তুলে ধরেছেন। তাঁর লেখনীতে উঠে এসেছে, “অমিতাভকে সেই দিন দেখতে দারুণ লাগছিল। এতই সুন্দর লাগছিল যে ওর মা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, যাতে ছেলের উপর কুনজর না পড়ে।”

০৫ ১৪
Amitabha-jaya bachcan marriage

বিয়ের আসরে উপস্থিত হয়ে সেখানে হবু বেয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন অমিতাভের বাবা হরিবংশ। বিয়ের আনন্দে জড়িয়ে ধরেন জয়ার বাবা তরুণ ভাদুড়িকে। অমিতাভের মতো জামাই পাওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন হরিবংশ। আর এখানেই জয়ার বাবার একটি কথাতে হৃদয় ভেঙে গিয়েছিল তাঁর। তিনি আশা করেছিলেন তরুণও তাঁকে শুভেচ্ছা জানাবেন।

০৬ ১৪
Amitabha-jaya bachcan marriage

জয়ার বাবা অভিনন্দন জানানোর বদলে বলেছিলেন, এই বিয়ের জন্য তাঁর পরিবারই ধ্বংস হয়ে গিয়েছে। এই কথাতেই ছেলের বিবাহের সমস্ত আনন্দ-উচ্ছ্বাস নিবে গিয়েছিল হরিবংশের। জয়া বচ্চনের বাবা তরুণ কুমার ভাদুড়ি ছিলেন একজন সুপরিচিত সাংবাদিক এবং লেখক। তিনি অবশ্য পরে জয়া-অমিতাভের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন।

০৭ ১৪
Amitabha-jaya bachcan marriage

অমিতাভের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে তাঁর অসন্তোষের গুজব সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, ‘‘আমি বা আমার স্ত্রী কেন এই বিয়ের বিরোধিতা করব! এর কোনও যুক্তিসঙ্গত কারণ থাকলে কেউ আমাদের জানাক।’’ জামাই অমিতাভকে এক গুণী মানুষ হিসাবেই বর্ণনা করেছেন তিনি। বলিউডে নিজের জায়গা শক্ত করার জন্য অধ্যবসায়ের সঙ্গে লড়াই করে চলেছিলেন বলেও জানিয়েছেন।

০৮ ১৪
Amitabha-jaya bachcan marriage

তিনি আরও বলেন, “আমাদের কিসে আপত্তি থাকতে পারে? বাঙালি বা অব্রাহ্মণ হওয়া নিয়ে ছুতমার্গও নেই আমাদের পরিবারের। আমাদের কাছে এই যুক্তিও হাস্যকর। আমার অন্য এক মেয়ে অব্রাহ্মণের সঙ্গে বিবাহিত। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য বলতে হয় আমার দ্বিতীয় মেয়ে বিয়ে করেছে এক রোমান ক্যাথলিককে। আমার স্ত্রী এবং আমি ছাড়াও, আমার বৃদ্ধ বাবা-মাও এই বিয়েতে উপস্থিত অতিথির সামনেই নবদম্পতিকে আশীর্বাদ করেছিলেন।’’

০৯ ১৪
Amitabha-jaya bachcan marriage

জয়ার বাবার অসম্মতির মূলে ছিল তাঁর মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর চিন্তাভাবনা। তিনি একবার জয়াকে বলেছিলেন, ‘‘আমি তোমাকে এই পৃথিবীতে কেবল নিজেকে শিক্ষিত করার, বিয়ে করার, স্থায়ী হওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার জন্য আনিনি। আমি চাই তোমরা সবাই জীবনে কিছু করো।’’ অমিতাভের সঙ্গে ব্যক্তিগত ভাবে তাঁর কোনও বিরোধ ছিল না বলেই জানিয়েছেন তরুণ। তিনি ভেবেছিলেন বিয়ের পর মেয়ের প্রতিভা বিকাশের সুযোগগুলি বন্ধ হয়ে যেতে পারে।

১০ ১৪
Amitabha-jaya bachcan marriage

অমিতাভ-জয়ার বিয়ের পর প্রথম জনের কেরিয়ারগ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হলেও, ক্রমশ লাইমলাইট থেকে সরে আসতে থাকেন জয়া। বিয়ের পর সিনেমায় কাজ করা প্রসঙ্গে অমিতাভ জয়াকে পরামর্শ দিয়ে জানান যে, তিনি যেন শুধু ভাল পরিচালক এবং প্রযোজকদের সঙ্গেই কাজ করেন।

১১ ১৪
Amitabha-jaya bachcan marriage

এই প্রসঙ্গে ২০১৪ সালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমিতাভ বলেছিলেন, “একটা বিষয়ে আমি জয়াকে খুব সম্মান করি। বিয়ের পর জয়া সিনেমার চেয়েও পরিবারের প্রতি বেশি মনোনিবেশ করেছিল। এমন নয় যে এই বিষয়ে ওর ওপর কোনও বিধিনিষেধ ছিল। কিন্তু স্বেচ্ছায় ও এই সিদ্ধান্ত নিয়েছিল।”

১২ ১৪
জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের বিয়ে বার বার চর্চায় উঠে এসেছে। অমিতাভের নিজের মুখে বার বার উঠে এসেছে তাঁর বিয়ের নানা ঘটনার কথা। ‘জঞ্জির’ ছবির পরে বিয়ে করার ভাবনা মাথায় এলেও বিশেষ আমল দেননি এই জুটি। অমিতের বাবার কানে হালকা খবর পৌঁছোলেও ছেলে-হবু বৌমার সম্পর্কের রসায়ন কতখানি তা তাঁর জানা ছিল না।

জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের বিয়ে বার বার চর্চায় উঠে এসেছে। অমিতাভের নিজের মুখে বার বার উঠে এসেছে তাঁর বিয়ের নানা ঘটনার কথা। ‘জঞ্জির’ ছবির পরে বিয়ে করার ভাবনা মাথায় এলেও বিশেষ আমল দেননি এই জুটি। অমিতের বাবার কানে হালকা খবর পৌঁছোলেও ছেলে-হবু বৌমার সম্পর্কের রসায়ন কতখানি তা তাঁর জানা ছিল না।

১৩ ১৪
Amitabha-jaya bachcan marriage

‘জঞ্জির’ সুপারহিট হওয়া ও তাঁদের প্রেমের দু’বছর পূর্তি উপলক্ষে অমিত ও জয়া ঠিক করেন লন্ডনে গিয়ে এই আনন্দ উদ্‌যাপন করবেন। জয়াকে নিয়ে লন্ডন ভ্রমণের সেই পরিকল্পনার কথা বাবাকে জানাতে বেঁকে বসেছিলেন হরিবংশ। তিনি পুত্র অমিতকে সাফ জানিয়ে দেন, লন্ডন সেলিব্রেশন পরে। আগে বিয়ে করতে হবে। বিয়ে না করে এ ভাবে সেলিব্রেশন তিনি মেনে নেবেন না!

১৪ ১৪
Amitabha-jaya bachcan marriage

বাবার নির্দেশ অমান্য করার সাধ্য ছিল না নিরুপায় অমিতাভের, আবার জয়ার প্রতি প্রেমের আকর্ষণও প্রবল। ফলে, বাবার কাছে থেকে বিয়ের নির্দেশ পাওয়ার পরেই তিনি ছোটেন জয়ার বাড়ি। রাজি করান জয়ার বাবা ও মা তরুণ ভাদুড়ি-ইন্দিরা ভাদুড়িকে। রাতারাতি বিয়ে সেরেছিলেন অমিতাভ-জয়া। বিয়ের পরই তাঁরা উড়ে যান লন্ডনের উদ্দেশে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy