Kumar Sangakkara vs Virat Kohli Head to Head Batting stats in tests dgtl
Virat Kohli vs Kumar Sangakkara
বিরাট কোহলি বনাম কুমার সঙ্গকারা, পাঁচ দিনের ক্রিকেটে কে এগিয়ে? কী বলছে টেস্টের পরিসংখ্যান?
দুই মহারথীর লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সাদা জার্সিতে আর খেলতে দেখা যাবে না ভারতের অন্যতম সেরা ব্যাটারকে।
০২১২
বর্ণময় কেরিয়ারে ১২৩টি টেস্ট খেলেছেন কোহলি। গড়েছেন বহু রেকর্ড। পাঁচ দিনের ফর্ম্যাট থেকে কিং কোহলি সরে যাওয়ার পর বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে শুরু হয়েছে তাঁর তুলনা। সেই তালিকায় অন্যতম নাম কুমার সঙ্গকারার।
০৩১২
শ্রীলঙ্কা তো বটেই, উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার সঙ্গকারা। কেরিয়ারে তিনি খেলেছেন ১৩৪টি টেস্ট। দুই মহারথীর লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে? কী বলছে পরিসংখ্যান?
২৩৩ ইনিংসে ১২৪০০ রান করেছেন শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার। সেখানে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন কোহলি। অর্থাৎ, মোট রানের নিরিখে অনেকটাই পিছিয়ে কেরিয়ার শেষ করলেন কোহলি।
০৬১২
বাঁহাতি ব্যাটারের চেয়ে ব্যাটিং গড়েও অনেকটাই পিছিয়ে বিরাট। টেস্টে সঙ্গকারার ব্যাটিং গড় ৫৭.৪। সেখানে কোহলির গড় ৪৬.৮৫।
০৭১২
শতরান এবং অর্ধশতরানেও পিছিয়ে রয়েছেন বিরাট। বাঁহাতি ব্যাটারের শতরান এবং অর্ধশতরানের সংখ্যা যথাক্রমে ৩৮ এবং ৫২। সেখানে বিরাটের শতরান এবং অর্ধশতরানের সংখ্যা ৩০ এবং ৩১।
০৮১২
দ্বিশতরানের নিরিখেও বিরাটের চেয়ে এগিয়ে সঙ্গকারা। কেরিয়ারে ১১টি দ্বিশতরান করেছেন বাঁহাতি ব্যাটার। কোহলি করেছেন ৭টি।