মৃত্যুরও প্রবেশ নিষেধ এই শহরে! আইনের ক্ষমতা সেখানে মৃত্যুর চেয়েও বেশি। ১৯৯৯ সাল থেকে এই নিয়মের নাগপাশেই বেঁধে রয়েছে ছোট্ট জনপদটি। একটি আইনের বলে এখানে মৃত্যুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জন্মালে তো মরতেই হবে! কী ভাবে ঠেকানো সম্ভব কালের অমোঘ দণ্ডকে? অবিশ্বাস্য মনে হলেও এই আইন বলবৎ রয়েছে ইউরোপেরই একটি দেশের ছোট্ট শহরে।