Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Tatsuya Tanaka

গালিভারের মতো আপনিও যেতে পারেন ‘লিলিপুট গ্রহে’

আধুনিক জীবন ছুটে চলেছে সময়ের সঙ্গে। এতটাই ব্যস্ত যে, রোজকার জীবনের পথে ছড়িয়ে থাকা সুন্দরকে চোখেই পড়ে না। অথচ আনাচে কানাচে, চার পাশ জুড়ে, ঘাসের আগায় লেগে থাকা শিশির বিন্দু থেকে শুরু করে ছাদের কোনায় গজিয়ে ওঠা ছোট্ট জংলা ফুলগাছে, সর্বত্রই আমাদের জন্য মেলে রাখা আছে অপার সৌন্দর্যের ডালি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ১৪:২০
Share: Save:
০১ ৪৫
নতুন বছরে বিয়ারের গ্লাস হয়ে উঠেছে অতল সমুদ্র। তীরে বাঁধা রয়েছে নৌকা। আকাশে কাটা লেবুর আতসবাজি।

নতুন বছরে বিয়ারের গ্লাস হয়ে উঠেছে অতল সমুদ্র। তীরে বাঁধা রয়েছে নৌকা। আকাশে কাটা লেবুর আতসবাজি।

০২ ৪৫
চলছে কড়া নিরাপত্তা। চুম্বক দিয়ে তৈরি হয়েছে স্ক্যানার গেট। লোহা নিয়ে ঢুকলে কিন্তু ধরা পড়ে যাবেন।

চলছে কড়া নিরাপত্তা। চুম্বক দিয়ে তৈরি হয়েছে স্ক্যানার গেট। লোহা নিয়ে ঢুকলে কিন্তু ধরা পড়ে যাবেন।

০৩ ৪৫
দাঁতের পাটি গাছ লাগানোর জায়গা হতে পারে কোনও দিন ভেবেছিলেন!

দাঁতের পাটি গাছ লাগানোর জায়গা হতে পারে কোনও দিন ভেবেছিলেন!

০৪ ৪৫
শেফের মাথা ঢেকেছে মাসরুমে।

শেফের মাথা ঢেকেছে মাসরুমে।

০৭ ৪৫
মাখন খনি…শ্রমিকরা কেটে নিয়ে যাচ্ছে।

মাখন খনি…শ্রমিকরা কেটে নিয়ে যাচ্ছে।

০৮ ৪৫
পাউরুটির খেত…।

পাউরুটির খেত…।

০৯ ৪৫
সুরের সাগরে ঝাঁপ মারছে তারা…।

সুরের সাগরে ঝাঁপ মারছে তারা…।

১০ ৪৫
বিফ বিচ… এটাই ছিল এই ছবির ক্যাপশন।

বিফ বিচ… এটাই ছিল এই ছবির ক্যাপশন।

১১ ৪৫
কখনও ভেবেছেন ব্রাশ দিয়ে এত সুন্দর পাকা ধানের ক্ষেত বানানো যায়। কিছুটা ধান কাটাও হয়ে গিয়েছে।

কখনও ভেবেছেন ব্রাশ দিয়ে এত সুন্দর পাকা ধানের ক্ষেত বানানো যায়। কিছুটা ধান কাটাও হয়ে গিয়েছে।

১২ ৪৫
সুইমিং পুলে হিসেব করে স্নান!

সুইমিং পুলে হিসেব করে স্নান!

১৩ ৪৫
শরীরে ‘চার্জ’ করছেন বডি বিল্ডার।

শরীরে ‘চার্জ’ করছেন বডি বিল্ডার।

১৪ ৪৫
তাঁবু খাটানো হয়েছে জঙ্গলের মধ্যে।

তাঁবু খাটানো হয়েছে জঙ্গলের মধ্যে।

১৫ ৪৫
শহুরে জীবন।

শহুরে জীবন।

১৬ ৪৫
ইন্ডাস্ট্রি…

ইন্ডাস্ট্রি…

১৭ ৪৫
বরফের শোয়েটারে স্কি ডাইভিং…

বরফের শোয়েটারে স্কি ডাইভিং…

১৮ ৪৫
নুডলসের ঢেউ…

নুডলসের ঢেউ…

১৯ ৪৫
খাবার প্লেটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’।

খাবার প্লেটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’।

২০ ৪৫
এমন সবুজ টেনিস কোর্ট উইম্বলডনকে হার মানায়।

এমন সবুজ টেনিস কোর্ট উইম্বলডনকে হার মানায়।

২১ ৪৫
টয়লেট পেপার ইন্ডাস্ট্রি।

টয়লেট পেপার ইন্ডাস্ট্রি।

২২ ৪৫
এই ভাবেই সোশ্যাল মিডিয়া ‘গেলে’ স্মার্টফোন!

এই ভাবেই সোশ্যাল মিডিয়া ‘গেলে’ স্মার্টফোন!

২৩ ৪৫
ব্রকোলি গার্ডেনে পিকনিক।

ব্রকোলি গার্ডেনে পিকনিক।

২৪ ৪৫
মাদারবোর্ডে কৃষিকাজ।

মাদারবোর্ডে কৃষিকাজ।

২৫ ৪৫
এমন টয়লেট কখনও ভেবেছেন!

এমন টয়লেট কখনও ভেবেছেন!

২৬ ৪৫
‘লাইফ কি’ উধাও। শোক জ্ঞাপন করছেন তাঁরা।

‘লাইফ কি’ উধাও। শোক জ্ঞাপন করছেন তাঁরা।

২৭ ৪৫
বইয়ের সৈকত…

বইয়ের সৈকত…

২৮ ৪৫
রকেট উত্ক্ষেপণ করা হচ্ছে…।

রকেট উত্ক্ষেপণ করা হচ্ছে…।

২৯ ৪৫
স্ট্যাচু অব লিবার্টি…।

স্ট্যাচু অব লিবার্টি…।

৩০ ৪৫
সাদা ক্যানভাস। ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে অনেক পাতা।


সাদা ক্যানভাস। ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে অনেক পাতা।


৩১ ৪৫
ব্রকোলির অভয়ারণ্য।

ব্রকোলির অভয়ারণ্য।

৩২ ৪৫
অভিনব কুয়ো।

অভিনব কুয়ো।

৩৩ ৪৫
মরুভূমিতে কুকুর যেন মিশরের স্ফিংক্স।

মরুভূমিতে কুকুর যেন মিশরের স্ফিংক্স।

৩৪ ৪৫
বই দিয়ে বাজার।

বই দিয়ে বাজার।

৩৫ ৪৫
স্ক্রিন ভেঙে চুরমার। ঠিক যেন স্পাইডারম্যানের মাকড়সার জাল।

স্ক্রিন ভেঙে চুরমার। ঠিক যেন স্পাইডারম্যানের মাকড়সার জাল।

৩৬ ৪৫
কেকের কটেজ।

কেকের কটেজ।

৩৭ ৪৫
জঙ্গল সাফাইয়ের কাজ চলছে।

জঙ্গল সাফাইয়ের কাজ চলছে।

৩৮ ৪৫
ইডলি হয়ে উঠেছে সুমো খেলার জায়গা।

ইডলি হয়ে উঠেছে সুমো খেলার জায়গা।

৩৯ ৪৫
চিলি বিহার…

চিলি বিহার…

৪০ ৪৫
জ্ঞানের পাহাড়…

জ্ঞানের পাহাড়…

৪১ ৪৫
রেসিং রেকর্ড…

রেসিং রেকর্ড…

৪২ ৪৫
অর্ধচন্দ্রকার সেতু…

অর্ধচন্দ্রকার সেতু…

৪৩ ৪৫
সিগারেট চিমনি…

সিগারেট চিমনি…

৪৪ ৪৫
বাঁধাকফির ঢেউ…

বাঁধাকফির ঢেউ…

৪৫ ৪৫
আলু দিয়ে মরুভূমি…

আলু দিয়ে মরুভূমি…

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE