Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
weird mating habit of Giraffe

বন্য প্রেমের অন্য পরীক্ষা, পছন্দ হলে পুরুষের মুখে প্রস্রাব করে স্ত্রী, প্রস্রাবের স্বাদ চেখে সঙ্গিনী বাছে জিরাফ!

পুরুষ জিরাফেরা স্ত্রী জিরাফের প্রস্রাব মুখে নিয়ে বুঝতে পারে যে সে ভাল সঙ্গী কি না। পুরুষ জিরাফটি স্ত্রী জিরাফের কাছে আসে এবং তার পর পিঠে মুখ ঘষে যত ক্ষণ না সে প্রস্রাব করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৩:০৩
Share: Save:
০১ ১৫
weird mating habit of Giraffe

প্রকৃতিতে যৌনতা খুবই স্বাভাবিক বিষয়। প্রায় সব নতুন প্রজন্মই পৃথিবীর আলো দেখে যৌনসঙ্গমের মাধ্যমে। মনুষ্য সমাজে মানুষ নিজের সঙ্গীর সঙ্গে মিলনের সময় বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে থাকেন। পৃথিবীতে এমন কিছু অদ্ভুত যৌনমিলনের প্রথা রয়েছে, যা জানলে আপনি অবাক হতে পারেন। প্রাণীকুলের মধ্যেও মিলনের আগে এমন সব অদ্ভুত কৌশল চোখে পড়ে যা বিস্ময়ের উদ্রেক ঘটায়।

০২ ১৫
weird mating habit of Giraffe

প্রাণীজগতের কিছু প্রজাতি মিলনের আগে বা পরে বা কখনও মিলনের মাঝেই নানা অদ্ভুত আচরণ করে থাকে। কেউ মিলনসঙ্গীকে প্রীত করতে প্রাণপাত করে ফেলে, কেউ আবার সঙ্গমের মাঝেই সঙ্গীকে উদরস্থ করে ফেলে। কেউ আবার সঙ্গী বেছে নেওয়ার আগে সঙ্গীর প্রস্রাবও আস্বাদন করে।

০৩ ১৫
weird mating habit of Giraffe

জিরাফ। তাদের সঙ্গমের ধারণাটি মনুষ্য সমাজের কাছে বেশ খাপছাড়া। তাদের নির্দিষ্ট কোনও প্রজনন ঋতু থাকে না এবং সঙ্গমের জন্য কেউ কাউকে ডাকও দেয় না। তা হলে জিরাফেরা কী ভাবে জানতে পারে প্রেমের জন্য উপযুক্ত সময় কোনটা? তারা সঙ্গমের জন্য প্রস্তুত বলে সঙ্গীকে কোনও ইঙ্গিতও দেয় না। তা হলে সঙ্গমের জন্য কী ভাবে সঙ্গী নির্বাচন করে জিরাফেরা?

০৪ ১৫
weird mating habit of Giraffe

পুরুষ জিরাফ স্ত্রী জিরাফের প্রস্রাব মুখে নিয়ে দেখে বুঝতে পারে যে সে ভাল সঙ্গী কি না। জীববিজ্ঞানের পরিভাষায় এটিকে ‘ফ্লেহমেন সিকোয়েন্স’ বলা হয়ে থাকে। পুরুষ জিরাফটি স্ত্রী জিরাফের কাছে আসে এবং তার পর পিঠে মুখ ঘষে যত ক্ষণ না সে প্রস্রাব করে।

০৫ ১৫
weird mating habit of Giraffe

পুরুষটি তার সামনের পা দিয়ে স্ত্রীর পিছনের পায়ে টোকা দিয়ে অথবা তার পিঠে চিবুক রেখে সঙ্গমের জন্য ইঙ্গিত দেয়। যদি পুরুষ জিরাফটির কাছে প্রস্রাবের স্বাদ আশাব্যঞ্জক বলে মনে হয়, তবে যত ক্ষণ পর্যন্ত স্ত্রী জিরাফটি এক জায়গায় স্থির হয়ে না দাঁড়ায়, তত ক্ষণ পুরুষটি স্ত্রী জিরাফকে অনুসরণ করতে থাকে। পিছু পিছু ঘুরে সঙ্গিনীকে সাধ্য-সাধনার সময়কাল কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে।

০৬ ১৫
weird mating habit of Giraffe

জিরাফ বহুগামী, অর্থাৎ একটি প্রভাবশালী পুরুষ জিরাফ দলের মধ্যে একাধিক স্ত্রী জিরাফের সঙ্গে সঙ্গম করে থাকে। স্ত্রী জিরাফ যৌনক্ষমতা অর্জন করে প্রায় চার-পাঁচ বছর বয়সে। একটি পুরুষ জিরাফ যৌনতায় সক্ষম হয় ছ’-সাত বছর বয়সে।

০৭ ১৫
weird mating habit of Giraffe

গবেষকেরা দেখেছেন যে জিরাফের ফেরোমন-শনাক্তকারী অঙ্গটি নাকের চেয়ে মুখেই শক্তিশালী সংযোগ ঘটায়। এই কারণেই পুরুষ জিরাফ প্রস্রাবের স্রোত জিভে আটকে রেখে কার সঙ্গে সঙ্গম করতে হবে তা নির্ধারণ করে। সঙ্গমে ইচ্ছুক স্ত্রী জিরাফের প্রস্রাব মুখে গেলেই পুরুষটি তার ঠোঁট কুঁচকে মুখ দিয়ে শ্বাস নেয়।

০৮ ১৫
weird mating habit of Giraffe

মুখের ছাদের দু’টি খোলা অংশে স্ত্রী জিরাফের গন্ধ টেনে নেয় পুরুষটি। মুখ থেকে গন্ধটি ভোমেরোনাসাল অঙ্গে যায়। এই অঙ্গটি ফেরোমোনকে শনাক্ত করে। ফেরোমোন হল জীবদেহ নিঃসৃত একটি রাসায়নিক পদার্থ, যা মিলনকালে সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। ফেরোমোনগুলি বিশেষ গ্রন্থি বা টিস্যু থেকে নিঃসৃত হয়। যেমন ত্বকে, মলদ্বারের কাছে।

০৯ ১৫
weird mating habit of Giraffe

যখন একটি পুরুষ জিরাফ তার প্রস্রাবে সঠিক রাসায়নিক সঙ্কেত বা গন্ধ পায় না, তখন সে সেই স্ত্রী জিরাফটিকে একা রেখে অন্য কারও কাছে চলে যায়। আবার অন্য এক স্ত্রী জিরাফের কাছে গিয়ে পুরুষ জিরাফটি তার পিছনের অংশে হালকা খোঁচা বা ধাক্কা দিয়ে তাকে মূত্রত্যাগে উৎসাহিত করে। চাইলেই যে কাঙ্ক্ষিত সঙ্গিনী মেলে এমনটাও নয়।

১০ ১৫
weird mating habit of Giraffe

পুরুষ জিরাফ মিলনেচ্ছুক হলেও স্ত্রী জিরাফ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতেই পছন্দ করে। সঙ্গী বেছে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় অন্য জিরাফেরাও। তাদের হাত থেকে প্রেয়সীকে রক্ষা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা তার পিছনে ছুটে যেতে হয়। স্ত্রী জিরাফও মজা দেখার জন্য দুই বা ততোধিক পুরুষ জিরাফকে লড়াইয়ের ময়দানে ঠেলে দেয়।

১১ ১৫
weird mating habit of Giraffe

জিরাফেরা কোনও স্ত্রী জিরাফকে পাওয়ার জন্য যখন লড়াই করে তখন একে অপরের উপর উঠে তাদের ঘাড় চেপে ধরে। যত ক্ষণ না এক জন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, তত ক্ষণ এই লড়াই চলে। একে অপরের দিকে মাথা এবং ঘাড় ঠেলে প্রতিদ্বন্দ্বী জিরাফকে আঘাত করার চেষ্টা করে। এই লড়াই কখনও কখনও আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

১২ ১৫
weird mating habit of Giraffe

গবেষণা বলছে, স্ত্রী জিরাফ সাধারণত বয়স্ক পুরুষদের পছন্দ করে। সাধারণত কমপক্ষে সাত বছরের বেশি বয়সি পুরুষদের দিকে আকৃষ্ট হয় তারা। বিপরীত দিকে পুরুষেরাও কমবয়সি স্ত্রী জিরাফকে পছন্দ করে। উভয় লিঙ্গের জিরাফের একে অপরকে পছন্দ হলে স্ত্রী জিরাফটি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে।

১৩ ১৫
weird mating habit of Giraffe

স্ত্রী জিরাফটি দাঁড়িয়ে পড়লেই পুরুষটি সহবাসে লিপ্ত হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় জিরাফের মিলনপর্ব।

১৪ ১৫
weird mating habit of Giraffe

জিরাফের গোষ্ঠীতেও সমকামিতার উপস্থিতি রয়েছে। পুরুষ জিরাফেরা প্রায়শই একে অপরকে তাদের ঘাড় দিয়ে আদর করে। সেটি কখনও কখনও লড়াই হিসাবে ভুল ব্যাখ্যা করা হয়। তার পর একে অপরের সঙ্গে সঙ্গমও করে বলে জানা গিয়েছে গবেষণায়।

১৫ ১৫
weird mating habit of Giraffe

অনুমান করা হয় যে ৭৫ থেকে ৯৪ শতাংশ সময় একটি পুরুষ জিরাফ অন্য পুরুষ জিরাফের সঙ্গে মিলিত হয়। স্ত্রী জিরাফও মাঝেমাঝে সমলিঙ্গের প্রেমে পড়ে, প্রায় ১ শতাংশ স্ত্রী জিরাফের যৌনমিলন দুটি স্ত্রীর মধ্যে ঘটে। যদিও সেটি খুবই বিরল।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy