রাস্তা থেকে বাতিল জিনিস, আবর্জনা সংগ্রহ করে ও বেচে সংসার চালান অনেক দরিদ্র মানুষ। ভারত তো বটেই, বিশ্বের প্রায় সমস্ত দেশেই দেখা মেলে এই পেশার মানুষজনের। কেউ অভাবে বাধ্য হয়ে আবর্জনা সংগ্রহের পেশা বেছে নেন। বহু মানুষ আবার নিছক নেশার বশে রাস্তাঘাট, পার্ক বা বড় বড় অনুষ্ঠান থেকে আবর্জনা সংগ্রহ করে থাকেন।
এমনই এক জন হলেন নিউ সাউথ ওয়েল্স সেন্ট্রাল কোস্টের ৩৬ বছর বয়সি ড্যামিয়ান গর্ডন। চাকরি করে যেটুকু অবসর সময় পেতেন, সেই সময়টা তিনি ব্যয় করতেন আবর্জনা সংগ্রহে। তিনি শহরের রাস্তা, সৈকত, পার্ক এবং অন্যান্য প্রকাশ্য স্থান থেকে পুনর্ব্যবহারযোগ্য পাত্র সংগ্রহ করতে শুরু করেন। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সাল থেকে।