
পরিবারের সঙ্গে রয়েছে রাজনীতির যোগ। বাবা এবং ঠাকুরদা দু’জনেই রাজনীতিবিদ। তবে পরিবারের পদাঙ্ক অনুসরণ না করে অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন বলে সিদ্ধান্ত নেন বলি তারকা। দীর্ঘকালীন প্রেমিকাকে বিয়ে করেও বিবাহবিচ্ছেদ হয় তাঁর। কারণ, তাঁদের সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে পড়েছিল অভিনেতার পোষ্যেরা। এখন কী করেন অরুণোদয় সিংহ?