মডেলিংয়ের জগতে ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু বড় পর্দায় তেমন পসার জমাতে পারেননি তরুণ। যে দেহসৌষ্ঠবের জন্য মডেল হিসাবে তিনি নজর কেড়েছিলেন, তা-ই অভিনয়ের ক্ষেত্রে হয়ে দাঁড়াল বাধা। চেহারা দেখে যে পরিচালকেরা ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাঁরা সকলেই একে একে পিছিয়ে গিয়েছিলেন। হঠাৎ বলিপাড়া থেকে ‘উধাও’ হয়ে কী করছেন দীপক মলহোত্র?