Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Indian presidential election 2022

Draupadi Murmu: এক পুত্রের রহস্যমৃত্যু, অন্য জন মৃত দুর্ঘটনায়, দ্রৌপদীর ব্যক্তিজীবনে বিপর্যয় বার বার

বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। ব্যক্তিগত জীবনে তিনি তাঁর স্বামী-সহ দুই পুত্রকে হারিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৩:৪৮
Share: Save:
০১ ১১
প্রথম জীবনে শিক্ষিকা থেকে মন্ত্রী। পরবর্তী কালে রাজ্যপাল। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী। মঙ্গলবার বিজেপি সভাপতি জেপি নড্ডা দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন।

প্রথম জীবনে শিক্ষিকা থেকে মন্ত্রী। পরবর্তী কালে রাজ্যপাল। বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী। মঙ্গলবার বিজেপি সভাপতি জেপি নড্ডা দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন।

০২ ১১
এক দিকে যেমন ক্রমাগত তিনি সাফল্যের চূড়ায় উঠেছেন, অন্য দিকে তিনি হারিয়েছেন তাঁর প্রিয়জনদের। ‘মহাভারতের দ্রৌপদী’ যেমন পুত্রশোকে আত্মহারা হয়ে পড়েছিলেন, এই দ্রৌপদীও তাঁর দুই পুত্রকে হারিয়েছেন, তা-ও তিন বছরের ব্যবধানে।

এক দিকে যেমন ক্রমাগত তিনি সাফল্যের চূড়ায় উঠেছেন, অন্য দিকে তিনি হারিয়েছেন তাঁর প্রিয়জনদের। ‘মহাভারতের দ্রৌপদী’ যেমন পুত্রশোকে আত্মহারা হয়ে পড়েছিলেন, এই দ্রৌপদীও তাঁর দুই পুত্রকে হারিয়েছেন, তা-ও তিন বছরের ব্যবধানে।

০৩ ১১
শুধু মাত্র তাঁর পুত্রদের নয়, নিজের স্বামীকেও হারিয়েছেন তিনি। শ্যামচরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দ্রৌপদী। মুর্মু দম্পতির পরিবারে দুই পুত্র ও কন্যা বড় হয়ে উঠছিল। কিন্তু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্যামচরণ।

শুধু মাত্র তাঁর পুত্রদের নয়, নিজের স্বামীকেও হারিয়েছেন তিনি। শ্যামচরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দ্রৌপদী। মুর্মু দম্পতির পরিবারে দুই পুত্র ও কন্যা বড় হয়ে উঠছিল। কিন্তু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শ্যামচরণ।

০৪ ১১
এর পর দ্রৌপদীর ব্যক্তিগত জীবন আরও কঠিন হয়ে পড়ে। ২০০৯ সালের ঘটনা। তাঁর পুত্র লক্ষ্মণ তখন মায়ের সঙ্গে রায়রংপুরে ছিলেন না। সেই সময় পত্রপড় এলাকায় তাঁর কাকার বাড়িতে থাকছিলেন দ্রৌপদী-পুত্র।

এর পর দ্রৌপদীর ব্যক্তিগত জীবন আরও কঠিন হয়ে পড়ে। ২০০৯ সালের ঘটনা। তাঁর পুত্র লক্ষ্মণ তখন মায়ের সঙ্গে রায়রংপুরে ছিলেন না। সেই সময় পত্রপড় এলাকায় তাঁর কাকার বাড়িতে থাকছিলেন দ্রৌপদী-পুত্র।

০৫ ১১
 হঠাৎ এক দিন সকালবেলায় বিছানা থেকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয় লক্ষ্মণকে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভুবনেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

হঠাৎ এক দিন সকালবেলায় বিছানা থেকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয় লক্ষ্মণকে। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভুবনেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

০৬ ১১
পুলিশ তদন্তের দাবি, লক্ষ্মণ আগের রাতে তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে একটি রেস্তরাঁয় নৈশভোজনে গিয়েছিলেন। পরে তাঁর বন্ধুরাই অটোরিকশায় তাঁকে কাকার বাড়িতে পৌঁছে দেন। বাড়ি ফিরে তিনি খুব একটা সুস্থ বোধ করছিলেন না।

পুলিশ তদন্তের দাবি, লক্ষ্মণ আগের রাতে তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে একটি রেস্তরাঁয় নৈশভোজনে গিয়েছিলেন। পরে তাঁর বন্ধুরাই অটোরিকশায় তাঁকে কাকার বাড়িতে পৌঁছে দেন। বাড়ি ফিরে তিনি খুব একটা সুস্থ বোধ করছিলেন না।

০৭ ১১
ক্লান্ত রয়েছেন ভেবে আর তাঁর সঙ্গে কেউ কথা বলেননি। পরের দিন সকালেই তাঁকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, বাড়ি ফেরার সময় লক্ষ্মণের মাথায় আঘাত লাগে। কিন্তু ময়নাতদন্তের সময় কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

ক্লান্ত রয়েছেন ভেবে আর তাঁর সঙ্গে কেউ কথা বলেননি। পরের দিন সকালেই তাঁকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। পুলিশের ধারণা, বাড়ি ফেরার সময় লক্ষ্মণের মাথায় আঘাত লাগে। কিন্তু ময়নাতদন্তের সময় কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

০৮ ১১
পুলিশি তদন্তও করা হয়েছে বহু বার। কারও মতে, লক্ষ্ণণ সেই রাতে বাইক চালিয়ে ফিরছিলেন। রাস্তাতেই বাইক থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। অনেকে বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে লক্ষ্মণের। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছিল তা আজও রহস্য।

পুলিশি তদন্তও করা হয়েছে বহু বার। কারও মতে, লক্ষ্ণণ সেই রাতে বাইক চালিয়ে ফিরছিলেন। রাস্তাতেই বাইক থেকে পড়ে গিয়ে চোট পান তিনি। অনেকে বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে লক্ষ্মণের। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছিল তা আজও রহস্য।

০৯ ১১
পুত্রশোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক বার ধাক্কা আসে দ্রৌপদীর জীবনে। লক্ষ্মণের মারা যাওয়ার তিন বছর পর তাঁর দ্বিতীয় পুত্রকে পথ দুর্ঘটনায় হারান তিনি।

পুত্রশোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক বার ধাক্কা আসে দ্রৌপদীর জীবনে। লক্ষ্মণের মারা যাওয়ার তিন বছর পর তাঁর দ্বিতীয় পুত্রকে পথ দুর্ঘটনায় হারান তিনি।

১০ ১১
দ্রৌপদীর এক মাত্র কন্যা ইতিশ্রী মুর্মু পেশায় এক ব্যাঙ্ককর্মী। তিনি গণেশ হেমব্রম নামে এক রাগবি খেলোয়াড়কে বিয়ে করেন। তাঁদের এক কন্যাও রয়েছে।

দ্রৌপদীর এক মাত্র কন্যা ইতিশ্রী মুর্মু পেশায় এক ব্যাঙ্ককর্মী। তিনি গণেশ হেমব্রম নামে এক রাগবি খেলোয়াড়কে বিয়ে করেন। তাঁদের এক কন্যাও রয়েছে।

১১ ১১
ব্যক্তিগত জীবনে এত ঝড় সামলে বর্তমানে দ্রৌপদীর গন্তব্য রাইসিনা হিল। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দ্রৌপদীই হবেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

ব্যক্তিগত জীবনে এত ঝড় সামলে বর্তমানে দ্রৌপদীর গন্তব্য রাইসিনা হিল। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে দ্রৌপদীই হবেন দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি এবং প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE