Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Anand Vardhan

চার বছর বয়স থেকে অভিনয়, এখন কী করেন ‘সূর্যবংশম’-এর শিশু অভিনেতা?

মুক্তির পর বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছিল ‘সূর্যবংশম’। কিন্তু এই ছবিতে ভানুপ্রতাপ সিংহের নাতির চরিত্রে যে শিশু অভিনেতা অভিনয় করেছিলেন, তিনি এখন কোথায়?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৭:৪৭
Share: Save:
০১ ১৩
প্রেক্ষাগৃহে প্রায় তিন দশক আগে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের ছবি। দ্বৈতচরিত্রে অভিনয় বলিউডের ‘শাহেনশাহ’-এর। মুক্তির পর বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছিল ‘সূর্যবংশম’। কিন্তু এই ছবিতে ভানুপ্রতাপ সিংহের নাতির চরিত্রে যে শিশু অভিনেতা অভিনয় করেছিল, সে এখন কোথায়?

প্রেক্ষাগৃহে প্রায় তিন দশক আগে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের ছবি। দ্বৈতচরিত্রে অভিনয় বলিউডের ‘শাহেনশাহ’-এর। মুক্তির পর বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছিল ‘সূর্যবংশম’। কিন্তু এই ছবিতে ভানুপ্রতাপ সিংহের নাতির চরিত্রে যে শিশু অভিনেতা অভিনয় করেছিল, সে এখন কোথায়?

০২ ১৩
১৯৯৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সূর্যবংশম’। এই ছবিতে ভানুপ্রতাপ সিংহ এবং হীরা ঠাকুরের চরিত্রে অভিনয় করেন অমিতাভ।

১৯৯৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সূর্যবংশম’। এই ছবিতে ভানুপ্রতাপ সিংহ এবং হীরা ঠাকুরের চরিত্রে অভিনয় করেন অমিতাভ।

০৩ ১৩
ছবিতে ভানুপ্রতাপের নাতির চরিত্রের নাম সোনু। সোনুর ভূমিকায় বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় আনন্দ বর্ধনকে।

ছবিতে ভানুপ্রতাপের নাতির চরিত্রের নাম সোনু। সোনুর ভূমিকায় বড় পর্দায় অভিনয় করতে দেখা যায় আনন্দ বর্ধনকে।

০৪ ১৩
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘সূর্যবংশম’ মুক্তি পাওয়ার দু’বছরের মাথায় একই নামের হিন্দি ছবিটি মুক্তি পায়।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘সূর্যবংশম’ মুক্তি পাওয়ার দু’বছরের মাথায় একই নামের হিন্দি ছবিটি মুক্তি পায়।

০৫ ১৩
বলিপাড়া সূত্রে খবর, তামিল ছবিটিতেও শিশু অভিনেতা হিসাবে অভিনয় করতে দেখা যায় আনন্দকে।

বলিপাড়া সূত্রে খবর, তামিল ছবিটিতেও শিশু অভিনেতা হিসাবে অভিনয় করতে দেখা যায় আনন্দকে।

০৬ ১৩
১৯৯৭ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘রামায়ণম’-এ প্রথম অভিনয় করতে দেখা যায় আনন্দকে। তখন তাঁর বয়স মাত্র চার বছর। ছবিতে বাল্মীকি এবং হনুমানের চরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘রামায়ণম’-এ প্রথম অভিনয় করতে দেখা যায় আনন্দকে। তখন তাঁর বয়স মাত্র চার বছর। ছবিতে বাল্মীকি এবং হনুমানের চরিত্রে অভিনয় করেন তিনি।

০৭ ১৩
‘রামায়ণম’-এর পর শিশু অভিনেতা হিসাবে ‘প্রিয়ারাগালু’, ‘প্রেমিনচুকুন্দম রা’, ‘সূর্যবংশম’, ‘পেল্লি পিতালু’, ‘প্রেয়সী রাভে’, ‘ইন্দ্র’-এর মতো একাধিক তেলুগু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আনন্দ। কন্নড় ছবিতেও অভিনয় করেন তিনি।

‘রামায়ণম’-এর পর শিশু অভিনেতা হিসাবে ‘প্রিয়ারাগালু’, ‘প্রেমিনচুকুন্দম রা’, ‘সূর্যবংশম’, ‘পেল্লি পিতালু’, ‘প্রেয়সী রাভে’, ‘ইন্দ্র’-এর মতো একাধিক তেলুগু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আনন্দ। কন্নড় ছবিতেও অভিনয় করেন তিনি।

০৮ ১৩
তেলুগু ছবির পাশাপাশি কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা যায় আনন্দকে। ১৯৯৯ সালে অমিতাভের ‘সূর্যবংশম’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্মজগতে আত্মপ্রকাশ করেন তিনি।

তেলুগু ছবির পাশাপাশি কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা যায় আনন্দকে। ১৯৯৯ সালে অমিতাভের ‘সূর্যবংশম’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্মজগতে আত্মপ্রকাশ করেন তিনি।

০৯ ১৩
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নেনুন্নানু’ নামের তেলুগু ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় আনন্দকে। তার পর আর অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। কানাঘুষো শোনা যায়, শিশু অভিনেতা হিসাবে ২০টির বেশি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘নেনুন্নানু’ নামের তেলুগু ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় আনন্দকে। তার পর আর অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। কানাঘুষো শোনা যায়, শিশু অভিনেতা হিসাবে ২০টির বেশি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

১০ ১৩
আনন্দের দাদু পিবি শ্রীনিবাস তেলুগু ফিল্মজগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। তেলুগু ছবিতে তিন হাজারের বেশি গান গেয়েছিলেন তিনি। কানাঘুষো শোনা যায়, দাদুর ইচ্ছাপূরণ করতে অভিনয়ে নেমেছিলেন আনন্দ।

আনন্দের দাদু পিবি শ্রীনিবাস তেলুগু ফিল্মজগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। তেলুগু ছবিতে তিন হাজারের বেশি গান গেয়েছিলেন তিনি। কানাঘুষো শোনা যায়, দাদুর ইচ্ছাপূরণ করতে অভিনয়ে নেমেছিলেন আনন্দ।

১১ ১৩
অভিনয় ছেড়ে পড়াশোনায় মন দেন আনন্দ। স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। ২০১২ সালে হায়দরাবাদের একটি বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আনন্দ।

অভিনয় ছেড়ে পড়াশোনায় মন দেন আনন্দ। স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। ২০১২ সালে হায়দরাবাদের একটি বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন আনন্দ।

১২ ১৩
পড়়াশোনা শেষ করার পর আবার অভিনয় শুরু করতে চান আনন্দ। তেলুগু ফিল্মজগতের মাধ্যমেই আবার নতুন করে কেরিয়ার শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর।

পড়়াশোনা শেষ করার পর আবার অভিনয় শুরু করতে চান আনন্দ। তেলুগু ফিল্মজগতের মাধ্যমেই আবার নতুন করে কেরিয়ার শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর।

১৩ ১৩
সমাজমাধ্যমে আনন্দের ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন নেট ব্যবহারকারীরাও। ‘সূর্যবংশম’-এর সেই শিশু অভিনেতার তরুণ বয়সে বলিষ্ঠ শরীরী গঠন দেখে মনে হয়, নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। ‘সূর্যবংশম’-এ ভানুপ্রতাপের নাতি এখন কোন ছবিতে অভিনয় করবেন, তার অপেক্ষায় দিন গুনছেন দর্শকের অধিকাংশ।

সমাজমাধ্যমে আনন্দের ছবি দেখে অবাক হয়ে গিয়েছেন নেট ব্যবহারকারীরাও। ‘সূর্যবংশম’-এর সেই শিশু অভিনেতার তরুণ বয়সে বলিষ্ঠ শরীরী গঠন দেখে মনে হয়, নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকেন তিনি। ‘সূর্যবংশম’-এ ভানুপ্রতাপের নাতি এখন কোন ছবিতে অভিনয় করবেন, তার অপেক্ষায় দিন গুনছেন দর্শকের অধিকাংশ।

সকল ছবি ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE