
আড়াই দশক পর পাকিস্তান থেকে পাততাড়ি গোটাচ্ছে মাইক্রোসফ্ট। বিশ্বব্যাপী কর্মী সঙ্কোচনের কারণে ইসলামাবাদের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা। ২৫ বছর ধরে কাজ করার পর মার্কিন টেক জায়ান্টের দফতরে তালা পড়ার খবরে হতাশ শাহবাজ় শরিফ সরকার। যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেনি যুক্তরাষ্ট্রের সংস্থা।

মাইক্রোসফ্টের পাকিস্তান ত্যাগের খবর প্রথম বার প্রকাশ্যে আনেন জ়াওয়াদ রেহমান। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটিতে ইসলামাবাদের ‘কান্ট্রি হেড’ হিসাবে কর্মরত রয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি সে দেশে কর্মীসংখ্যা এবং কাজ কমিয়ে আনছিল। জ়াওয়াদ জানিয়েছেন, এ বার পাকিস্তান এখান থেকে পুরোপুরি ব্যবসা গুটিয়ে ফেলতে চাইছে মাইক্রোসফ্ট।