একটি সাক্ষাৎকারে এইমি বলেন, ‘‘এমনিতে সারা দিন আমি জলের হিটার বন্ধ রাখি। স্নানের জন্য ২২ মিনিট চালালেই চলে। তাই রোজ সকালে ঘুম থেকে উঠে জলের হিটার চালাই। ২২ মিনিট সময় সেট করে দিই, যাতে এক টাকাও নষ্ট না হয়।’’ এইমির দাবি, এতে মাসে ৮০ ডলার বেঁচে যায়। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৬ হাজার টাকারও বেশি। মাঝেমধ্যে সকালে উঠে হিটার চালাতে ভুলে যান বলেও জানিয়েছেন তিনি। সে সব দিন বরফ-ঠান্ডা জলেই স্নান সেরে নেন বলে জানিয়েছেন এইমি।