সত্যিই কি সৌন্দর্যের কোনও নির্দিষ্ট বাঁধাধরা সংজ্ঞা রয়েছে? সৌন্দর্যের সংজ্ঞা জাতিভেদে, দেশভেদে ভিন্ন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বৈচিত্রের মধ্যেই লুকিয়ে রয়েছে সৌন্দর্য। আমার-আপনার কাছে যা অদ্ভুত, খাপছাড়া, অন্য দেশের বিশেষ কোনও জাতির কাছে তা সৌন্দর্যের প্রতীক। সেই সৌন্দর্যকে পাওয়ার জন্য চরম কষ্ট পেতেও ভয় পান না তাঁরা।