গল্পে নেই ফেলুদা-তোপসে-জটায়ু। হেমাঙ্গ হাজরা এবং মন্দার বসুর উপস্থিতিও মেলেনি। তবে, চার বছরের বালিকার সঙ্গে যেন সাদৃশ্য ছিল ‘সোনার কেল্লা’র মুকুলের। ‘পূর্বজন্মের কথা’ অনর্গল বলে যেত সেই বিস্ময় বালিকা। তাকে নিয়ে এমন চর্চা শুরু হয়েছিল যে, মহাত্মা গান্ধীও তার সঙ্গে দেখা করেছিলেন। এমনকি, ছোট্ট মেয়েটির কথার সত্যতা যাচাই করতে বিশেষ কমিটি গঠনের নির্দেশও দিয়েছিলেন তিনি।