Advertisement
১১ মে ২০২৪
Tejas

যুদ্ধের জন্য তৈরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান, উড়ানে খোদ সেনাপ্রধান

শব্দের থেকে দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধবিমানগুলির মধ্যে পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস। ‘‘এই যুদ্ধবিমান সত্যিই বিষ্ময়কর। লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা দেখে আমি অভিভূত’’—৩০ মিনিটের উড়ান শেষে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

নিজস্ব প্রতিবেদন
বেঙ্গালুরু শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৯
Share: Save:
০১ ০৯
বেঙ্গালুরুতে চলতে থাকা ভারতীয় বায়ুসেনার আকাশযুদ্ধের মহড়া ‘ এরো ইন্ডিয়া’তে অংশ নিলেন খোদ সেনাপ্রধান ।  ভারতের বায়ুসেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে বানানো তেজস যুদ্ধবিমান। সেই বিমানেই আকাশে উড়লেন বিপিন রাওয়াত।  পাইলটের সঙ্গে আকাশে চক্করও কাটলেন ৩০ মিনিট।  এই প্রথম উড়ানে অংশ নিলেন কোনও সেনাপ্রধান।

বেঙ্গালুরুতে চলতে থাকা ভারতীয় বায়ুসেনার আকাশযুদ্ধের মহড়া ‘ এরো ইন্ডিয়া’তে অংশ নিলেন খোদ সেনাপ্রধান । ভারতের বায়ুসেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে দেশীয় প্রযুক্তিতে বানানো তেজস যুদ্ধবিমান। সেই বিমানেই আকাশে উড়লেন বিপিন রাওয়াত। পাইলটের সঙ্গে আকাশে চক্করও কাটলেন ৩০ মিনিট। এই প্রথম উড়ানে অংশ নিলেন কোনও সেনাপ্রধান।

০২ ০৯
শব্দের থেকে দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধবিমানগুলির  মধ্যে পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস। ‘‘এই যুদ্ধবিমান সত্যিই বিষ্ময়কর। লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা দেখে আমি অভিভূত’’—৩০ মিনিটের উড়ান শেষে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

শব্দের থেকে দ্রুতগামী এবং নিজস্ব মানের যুদ্ধবিমানগুলির মধ্যে পৃথিবীর সব থেকে হালকা যুদ্ধবিমান তেজস। ‘‘এই যুদ্ধবিমান সত্যিই বিষ্ময়কর। লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষমতা দেখে আমি অভিভূত’’—৩০ মিনিটের উড়ান শেষে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

০৩ ০৯
খুব হালকা ওজনের হলেও তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে তেজস। প্রয়োজনে বিপক্ষের যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে। বেঙ্গালুরুতেই ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় তুলে দেওয়া হল তেজস।

খুব হালকা ওজনের হলেও তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে তেজস। প্রয়োজনে বিপক্ষের যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে। বেঙ্গালুরুতেই ভারতীয় বায়ুসেনার হাতে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় তুলে দেওয়া হল তেজস।

০৪ ০৯
রাজস্থানের পোখরানে পাক সীমান্তে আকাশে উড়ন্ত অবস্থাতেই মাটিতে থাকা লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেজস। একই সঙ্গে আকাশে উড়তেই উড়তেই জ্বালানি ভরা হয়েছে যুদ্ধবিমানের ট্যাঙ্কে।  এই ক্ষমতার জন্য তেল শেষ হয়ে গেলেও আকাশেই তেল ভরে নিয়ে ফের আক্রমণের প্রস্তুতি নিতে পারে তেজস।

রাজস্থানের পোখরানে পাক সীমান্তে আকাশে উড়ন্ত অবস্থাতেই মাটিতে থাকা লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেজস। একই সঙ্গে আকাশে উড়তেই উড়তেই জ্বালানি ভরা হয়েছে যুদ্ধবিমানের ট্যাঙ্কে। এই ক্ষমতার জন্য তেল শেষ হয়ে গেলেও আকাশেই তেল ভরে নিয়ে ফের আক্রমণের প্রস্তুতি নিতে পারে তেজস।

০৫ ০৯
রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)কে ৮৪টি যুদ্ধবিমান তৈরির বরাত দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাইলটদের হাতে তেজস তুলে দেওয়ার ঘটনা ভারতীয় বায়ুসেনার ইতিহাসে অন্যতম সেরা মাইলফলক, বেঙ্গালুরুতে জানিয়েছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া।

রাষ্ট্রায়ত্ব সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (হ্যাল)কে ৮৪টি যুদ্ধবিমান তৈরির বরাত দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। পাইলটদের হাতে তেজস তুলে দেওয়ার ঘটনা ভারতীয় বায়ুসেনার ইতিহাসে অন্যতম সেরা মাইলফলক, বেঙ্গালুরুতে জানিয়েছেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া।

০৬ ০৯
১৯৯৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই এরো ইন্ডিয়া শো করে আসছে ভারতীয় বায়ুসেনা। নিজস্ব ক্ষমতার কারণেই আজকের পৃথিবীর অন্যতম সেরা আকাশযুদ্ধের মহড়া হয়ে উঠেছে এই শো। এই বারের শো-তে অন্য আকর্ষণ ছিল রাফাল। বেঙ্গালুরুর আকাশে উড়তে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার এই অন্যতম সেরা যুদ্ধবিমানকেও।

১৯৯৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই এরো ইন্ডিয়া শো করে আসছে ভারতীয় বায়ুসেনা। নিজস্ব ক্ষমতার কারণেই আজকের পৃথিবীর অন্যতম সেরা আকাশযুদ্ধের মহড়া হয়ে উঠেছে এই শো। এই বারের শো-তে অন্য আকর্ষণ ছিল রাফাল। বেঙ্গালুরুর আকাশে উড়তে দেখা গিয়েছে ভারতীয় বায়ুসেনার এই অন্যতম সেরা যুদ্ধবিমানকেও।

০৭ ০৯
শুধু তেজস বা রাফালই নয়, বেঙ্গালুরুর আকাশে উড়ল ভারতের দীর্ঘদিনের সঙ্গী মিগ বা সুখোই যুদ্ধবিমানও।  ছবিতে দেখতে পাওয়া মিগ-২৯ যুদ্ধবিমানের পাশাপাশি এই মহড়ায় হাজির ছিল তিনটি রাফাল যুদ্ধবিমানও।

শুধু তেজস বা রাফালই নয়, বেঙ্গালুরুর আকাশে উড়ল ভারতের দীর্ঘদিনের সঙ্গী মিগ বা সুখোই যুদ্ধবিমানও। ছবিতে দেখতে পাওয়া মিগ-২৯ যুদ্ধবিমানের পাশাপাশি এই মহড়ায় হাজির ছিল তিনটি রাফাল যুদ্ধবিমানও।

০৮ ০৯
শুধু বায়ুসেনাই নয়, প্রয়োজনে এই তেজস যুদ্ধবিমানকে ব্যবহারও করতে পারবে ভারতীয় নৌসেনা।  তেজসই ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো  দ্বিতীয় যুদ্ধবিমান।

শুধু বায়ুসেনাই নয়, প্রয়োজনে এই তেজস যুদ্ধবিমানকে ব্যবহারও করতে পারবে ভারতীয় নৌসেনা। তেজসই ভারতের নিজস্ব প্রযুক্তিতে বানানো দ্বিতীয় যুদ্ধবিমান।

০৯ ০৯
শুধু সেনাপ্রধানই নন, এর পরে সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা পি এস রাঘবনও এই তেজস যুদ্ধবিমানে উড়বেন বলে জানিয়েছে বায়ুসেনা। এই বছরের এরো ইন্ডিয়া শো অবশ্য শুরু হয়েছিল বিপর্যয় দিয়েই। আকাশে খেলা দেখাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার এক পাইলট।

শুধু সেনাপ্রধানই নন, এর পরে সরকারের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা পি এস রাঘবনও এই তেজস যুদ্ধবিমানে উড়বেন বলে জানিয়েছে বায়ুসেনা। এই বছরের এরো ইন্ডিয়া শো অবশ্য শুরু হয়েছিল বিপর্যয় দিয়েই। আকাশে খেলা দেখাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার এক পাইলট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE