Advertisement
১১ মে ২০২৪
UPI

এক বছর ইউপিআই লেনদেনে প্রতারিত লক্ষাধিক! টাকা সুরক্ষিত রাখবেন কী ভাবে?

বেশ কয়েকটি সহজ নিয়ম মেনে চললে বাঁচা যেতে পারে ইউপিআই জালিয়াতির হাত থেকে। তবে তার জন্য জেনে নিতে হবে, কী ভাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে প্রতারিত হন সাধারণ মানুষ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১০:২৫
Share: Save:
০১ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

নগদে লেনদেন ছেড়ে এখন অনলাইন লেনদেনেই স্বচ্ছন্দ অনেকে। একে তো টাকা বয়ে বেড়ানোর ঝক্কি কম। তার উপর কয়েকটি পদ্ধতি মেনে মোবাইলের মাধ্যমে সহজেই লেনদেন সম্ভব।

০২ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

সহজ যেমন, তেমনই বিপদও রয়েছে ইউপিআই লেনদেনে। সরকারি রিপোর্ট বলছে, ২০২২ সালে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সময় প্রায় এক লক্ষ জালিয়াতির ঘটনা ঘটেছে।

০৩ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

ভারতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে অনলাইন লেনদেনের গতি বেড়েছে অনেকটাই। আর সেই কারণে জালিয়াতির সংখ্যা বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

০৪ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

অর্থ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত বছর ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সময় প্রতারিত হয়েছেন ৯৫ হাজার মানুষ।

০৫ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

পেটিএম, গুগল পে, ফোন পে-র মতো ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর সময়ই মানুষকে জালিয়াতদের খপ্পরে পড়তে হয়েছে বলেও ওই রিপোর্টে বলা হয়েছে।

০৬ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

কেন্দ্রের ওই রিপোর্ট বলছে, এই ঘটনাগুলির বেশির ভাগই ঘটছে বিশ্বাস করে অথবা বুঝতে না পেরে প্রতারকদের সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার কারণে।

০৭ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

কিন্তু বেশ কয়েকটি নিয়ম মেনে চললে সহজেই বাঁচা যেতে পারে ইউপিআই জালিয়াতির হাত থেকে। তবে তার জন্য জেনে নিতে হবে, কী ভাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে প্রতারিত হন সাধারণ মানুষ।

০৮ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

এটিএম পিন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ইউপিআই পিন। অনলাইন লেনদেনে সবচেয়ে বেশি জালিয়াতি হয় সেই পিনের মাধ্যমেই।

০৯ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

কোনও ব্যক্তি যদি তাঁর ইউপিআই পিন বা কিউআর কোড কারও সঙ্গে ভাগ করে নেন, তা হলে প্রতারিত হওয়ার আশঙ্কা বাড়ে। অ্যাপে এই জালিয়াতি বেশি ঘটে। তাই ভুল করেও নিজের ইউপিআই পিন কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় বলেই পরামর্শ বিশেষজ্ঞদের।

১০ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

অ্যাপগুলির কাস্টমার কেয়ার থেকে ফোন করার নামে প্রতারণার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশের দাবি, মানুষ গুগলে বিভিন্ন ইউপিআই অ্যাপের কাস্টমার কেয়ার নম্বর হাতড়ে বেড়ান। আর তখনই প্রতারণার শিকার হতে হয় তাঁদের।

১১ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

গুগলে অনেক ভুয়ো নম্বর দেওয়া থাকে, যেখানে ফোন করা হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সিভিভি নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ভাগ করে নিতে বলা হয়। আর তা করলেই অনেক ক্ষেত্রে নিমেষে অ্যাকাউন্ট থেকে হাপিস হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা।

১২ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

ইউপিআই অ্যাপের মাধ্যমে ভুয়ো ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বিমান বা ট্রেনের টিকিট কাটার সময়, এমনকি হোটেলের জন্য অগ্রিম টাকা মেটানোর সময়ও জালিয়াতির শিকার হতে পারেন এক জন ব্যবহারকারী।

১৩ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

অনলাইন লেনদেন করার ক্ষেত্রে আর একটি প্রধান উদ্বেগ হল সর্বজনীন ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করা। এই সব নেটওয়ার্ক বেশির ভাগই বিনামূল্যে দেওয়া হয়, যা লক্ষ লক্ষ স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয়। কিন্তু সেখানেই ওঁত পেতে থাকে জালিয়াতেরা। আর তার জন্যই সর্বজনীন ওয়াই-ফাই ব্যবহার করে ইউপিআই লেনদেন এড়াতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১৪ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

বিশেষজ্ঞদের পরামর্শ, একই ইউপিআই পিন দীর্ঘ দিন ধরে ব্যবহার করাও বিপজ্জনক। এটিএম পিনের মতো তাই ইউপিআই পিনও নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরিবর্তন করা উচিত।

১৫ ১৫
Nearly one lakh UPI frauds reported in 2022

অনেক ক্ষেত্রে ভুল ব্যক্তিকে টাকা পাঠিয়েও ভুগতে হয় ইউপিআই ব্যবহারকারীদের। পুলিশের মতে, অনেক সময় পরিচয় না জেনেই অনেক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেন ইউপিআই ব্যবহারকারীরা। ফলে অনেক ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হয়। আর তার জন্যই এমনটা করা উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

— ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE