Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Speaker

কেনার আগে দেখে নিন এই মুহূর্তে বাজারের সেরা ব্লু টুথ স্পিকারগুলি

ব্লুটুথ স্পিকার কেনার পরিকল্পনা করছেন? অথচ স্পিকার দেখে বুঝতে পারছেন না কোনটা কিনবেন, কোনটা কিনবেন না? আপনার এই দ্বন্দ্ব দূর করতে দেখে নিন এ বছরের সেরা ব্লু টুথ স্পিকারগুলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ২০:১২
Share: Save:
০১ ০৯
ব্লু টুথ স্পিকার কেনার পরিকল্পনা করছেন? অথচ স্পিকার দেখে বুঝতে পারছেন না কোনটা কিনবেন, কোনটা কিনবেন না? আপনার এই দ্বন্দ্ব দূর করতে দেখে নিন এ বছরের সেরা ব্লু টুথ স্পিকারগুলি। স্পিকারের কথা উঠলে শুরুতেই আসবে‘ইউই বুম ৩’ নাম। হালকা ওজনের এই স্পিকারের ব্যাটারি ব্যাকআপ প্রায় ১৫ ঘণ্টা।

ব্লু টুথ স্পিকার কেনার পরিকল্পনা করছেন? অথচ স্পিকার দেখে বুঝতে পারছেন না কোনটা কিনবেন, কোনটা কিনবেন না? আপনার এই দ্বন্দ্ব দূর করতে দেখে নিন এ বছরের সেরা ব্লু টুথ স্পিকারগুলি। স্পিকারের কথা উঠলে শুরুতেই আসবে‘ইউই বুম ৩’ নাম। হালকা ওজনের এই স্পিকারের ব্যাটারি ব্যাকআপ প্রায় ১৫ ঘণ্টা।

০২ ০৯
বাজেটের মধ্যে স্পিকারের খোঁজ করলে আপনি কিনতে পারেন ‘বোস সাউন্ডলিঙ্ক রিভলভ’। ৩৬০ ডিগ্রি সাউন্ডের পাশাপাশি এই স্পিকারের ব্লুটুথ রেঞ্জ ৩০ ফুট। ফুল চার্জ থাকলে এই স্পিকার চালানো যাবে টানা ১২ ঘণ্টা।

বাজেটের মধ্যে স্পিকারের খোঁজ করলে আপনি কিনতে পারেন ‘বোস সাউন্ডলিঙ্ক রিভলভ’। ৩৬০ ডিগ্রি সাউন্ডের পাশাপাশি এই স্পিকারের ব্লুটুথ রেঞ্জ ৩০ ফুট। ফুল চার্জ থাকলে এই স্পিকার চালানো যাবে টানা ১২ ঘণ্টা।

০৩ ০৯
কমদামের এই ব্লুটুথ স্পিকার খুঁজলে ‘জেবিএল ফ্লিপ ৪’ আপনার জন্য একেবারে পারফেক্ট। সুন্দর ডিজাইনের এই স্পিকারের ওয়ারলেস রেঞ্জ প্রায় ৪০ ফুট। তবে ইউএসবি দিয়ে পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে না এই স্পিকারে।

কমদামের এই ব্লুটুথ স্পিকার খুঁজলে ‘জেবিএল ফ্লিপ ৪’ আপনার জন্য একেবারে পারফেক্ট। সুন্দর ডিজাইনের এই স্পিকারের ওয়ারলেস রেঞ্জ প্রায় ৪০ ফুট। তবে ইউএসবি দিয়ে পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে না এই স্পিকারে।

০৪ ০৯
হাই রেঞ্জে জেবিএলের ‘চার্জ ৩’ স্পিকারটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়। গোলাকার এই স্পিকার সাইজেও বেশ ছোট। তবে এর ব্যাটারি লাইফ খুব বেশি। ফুল চার্জ থাকলে টানা ২০ ঘণ্টা গান শোনা যাবে এই স্পিকার দিয়ে। ভারতের বাজারে এই স্পিকারটির দাম ১০ হাজার টাকার কাছাকাছি।

হাই রেঞ্জে জেবিএলের ‘চার্জ ৩’ স্পিকারটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়। গোলাকার এই স্পিকার সাইজেও বেশ ছোট। তবে এর ব্যাটারি লাইফ খুব বেশি। ফুল চার্জ থাকলে টানা ২০ ঘণ্টা গান শোনা যাবে এই স্পিকার দিয়ে। ভারতের বাজারে এই স্পিকারটির দাম ১০ হাজার টাকার কাছাকাছি।

০৫ ০৯
বন্ধুরা এসেছে আপনার বাড়ির ছাদে আড্ডা মারতে। বসবে গানের আসর। এই রকম আসর জমাতে ‘বোস সাউন্ডলিঙ্ক মিনি ২’ -এর জুরি মেলা ভার। ব্যাটারি লাইফ একটু কম হলেও সাউন্ডের দিক থেকে এই স্পিকারটি অপ্রতিরোধ্য।

বন্ধুরা এসেছে আপনার বাড়ির ছাদে আড্ডা মারতে। বসবে গানের আসর। এই রকম আসর জমাতে ‘বোস সাউন্ডলিঙ্ক মিনি ২’ -এর জুরি মেলা ভার। ব্যাটারি লাইফ একটু কম হলেও সাউন্ডের দিক থেকে এই স্পিকারটি অপ্রতিরোধ্য।

০৬ ০৯
মাঝারি দামে অ্যাঙ্কার সাউন্ডকোর ফ্লেয়ারটি ইদানীং কালে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। লম্বা সিলিন্ড্রিকাল আকারের এই স্পিকারটি দেখতে বেশ সুন্দর। ১২ ঘণ্টার ব্যাটারি লাইফের এই স্পিকারটি ব্লুটুথ রেঞ্জ প্রায় ২০ মিটার। তবে ইউএসবি দিয়ে চার্জ করা যায় না এই স্পিকারকে।

মাঝারি দামে অ্যাঙ্কার সাউন্ডকোর ফ্লেয়ারটি ইদানীং কালে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। লম্বা সিলিন্ড্রিকাল আকারের এই স্পিকারটি দেখতে বেশ সুন্দর। ১২ ঘণ্টার ব্যাটারি লাইফের এই স্পিকারটি ব্লুটুথ রেঞ্জ প্রায় ২০ মিটার। তবে ইউএসবি দিয়ে চার্জ করা যায় না এই স্পিকারকে।

০৭ ০৯
ছোট্ট ও হালকা স্পিকার খুঁজলে আপনাকে অবশ্যই কিনতে হবে ইউই-র ওয়ান্ডারবুম। মাত্র ৪২৫ গ্রাম ওজনের এই স্পিকারটির ওয়ারলেস রেঞ্জ প্রায় ১০০ ফুট। এক সঙ্গে একাধিক ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যায় এই স্পিকারে। ভারতের বাজারে এর দাম প্রায় সাড়ে চার হাজার টাকা।

ছোট্ট ও হালকা স্পিকার খুঁজলে আপনাকে অবশ্যই কিনতে হবে ইউই-র ওয়ান্ডারবুম। মাত্র ৪২৫ গ্রাম ওজনের এই স্পিকারটির ওয়ারলেস রেঞ্জ প্রায় ১০০ ফুট। এক সঙ্গে একাধিক ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যায় এই স্পিকারে। ভারতের বাজারে এর দাম প্রায় সাড়ে চার হাজার টাকা।

০৮ ০৯
স্পিকারকে যদি পকেটে রাখতে চান তাহলে আপনাকে কিনতেই হবে ব্যাঙ অ্যান্ড ওলুফসেন বোপ্লে পি২। ছোট ব্লুটুথ রেঞ্জের এই স্পিকারটির ওজন মাত্র ২৭৫ গ্রাম। এই স্পিকারের সাউন্ড ও দুর্দান্ত। তবে উচ্চতার অভাবে সাউন্ড নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকে।

স্পিকারকে যদি পকেটে রাখতে চান তাহলে আপনাকে কিনতেই হবে ব্যাঙ অ্যান্ড ওলুফসেন বোপ্লে পি২। ছোট ব্লুটুথ রেঞ্জের এই স্পিকারটির ওজন মাত্র ২৭৫ গ্রাম। এই স্পিকারের সাউন্ড ও দুর্দান্ত। তবে উচ্চতার অভাবে সাউন্ড নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ থাকে।

০৯ ০৯
মার্শাল কিলবার্ন। দেখলে মনে হবে পুরনো দিনের রেডিও। কিন্তু সাউন্ডে বড় বড় স্পিকারকেও হার মানাবে এই স্পিকার। উফার ছাড়াও দু’টি স্পিকার রয়েছে এর মধ্যে। ফুল চার্জ থাকলে প্রায় ২০ ঘণ্টা চালানো যাবে এই স্পিকারটি।

মার্শাল কিলবার্ন। দেখলে মনে হবে পুরনো দিনের রেডিও। কিন্তু সাউন্ডে বড় বড় স্পিকারকেও হার মানাবে এই স্পিকার। উফার ছাড়াও দু’টি স্পিকার রয়েছে এর মধ্যে। ফুল চার্জ থাকলে প্রায় ২০ ঘণ্টা চালানো যাবে এই স্পিকারটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE