Advertisement
১৬ নভেম্বর ২০২৫
Technology

অল্প দামেই মিলতে পারে এই ব্লু-টুথ স্পিকারগুলি

পার্টি হোক বা হোক সে ঘরের কোণ। গান শোনা আর গান শোনানোর জন্য ব্লু-টুথ স্পিকারের বিকল্প নেই। চার্জ দিন, ফোনের ব্লু-টুথের সঙ্গে কানেক্ট করুন। আর সঙ্গে সঙ্গে শুরু গান। বাজারে এই মুহূর্তে বেশি চাহিদা কম দামের ব্লু-টুথ স্পিকারগুলির। একনজরে দেখে নেওয়া যাক অল্প মূল্যের কিছু ব্লু-টুথ স্পিকার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ১৭:৪৬
Share: Save:
০১ ০৭
পার্টি হোক বা হোক সে ঘরের কোণ। গান শোনা আর গান শোনানোর জন্য ব্লু-টুথ স্পিকারের বিকল্প নেই। চার্জ দিন, ফোনের ব্লু-টুথের সঙ্গে কানেক্ট করুন। আর সঙ্গে সঙ্গে শুরু গান। বাজারে এই মুহূর্তে বেশি চাহিদা কম দামের ব্লু-টুথ স্পিকারগুলির। একনজরে দেখে নেওয়া যাক অল্প মূল্যের কিছু ব্লু-টুথ স্পিকার।

পার্টি হোক বা হোক সে ঘরের কোণ। গান শোনা আর গান শোনানোর জন্য ব্লু-টুথ স্পিকারের বিকল্প নেই। চার্জ দিন, ফোনের ব্লু-টুথের সঙ্গে কানেক্ট করুন। আর সঙ্গে সঙ্গে শুরু গান। বাজারে এই মুহূর্তে বেশি চাহিদা কম দামের ব্লু-টুথ স্পিকারগুলির। একনজরে দেখে নেওয়া যাক অল্প মূল্যের কিছু ব্লু-টুথ স্পিকার।

০২ ০৭
জেবিএল গো: এই স্পিকারগুলিতে ইনবিল্ট মাইক্রোফোন থাকে। ফলে ফোনে কথা বলার সময়েও পরিষ্কার কথা শোনা যায়। ওজন মাত্র ১৫৮ গ্রাম। আর অল্প সময়ে চার্জও হয়ে যায়। জেবিএল গো স্পিকারগুলির দাম মাত্র ২৭০০ টাকা। অনলাইনে মাত্র ১৮০০ টাকাতেই পাওয়া যায়।

জেবিএল গো: এই স্পিকারগুলিতে ইনবিল্ট মাইক্রোফোন থাকে। ফলে ফোনে কথা বলার সময়েও পরিষ্কার কথা শোনা যায়। ওজন মাত্র ১৫৮ গ্রাম। আর অল্প সময়ে চার্জও হয়ে যায়। জেবিএল গো স্পিকারগুলির দাম মাত্র ২৭০০ টাকা। অনলাইনে মাত্র ১৮০০ টাকাতেই পাওয়া যায়।

০৩ ০৭
লজিটেক এক্স ফিফটি: সুন্দর ডিজাইনের জন্য এই ব্লু-টুথ স্পিকারের চাহিদা আরও বেশি। ওজন মাত্র ১৪২ গ্রাম। এক বার চার্জ দিলে টানা পাঁচ ঘন্টা চার্জ থাকে। লজিটেক এক্স ফিফটির দাম ২৪৯৫ টাকা। তবে ১৩০০ টাকা খরচা করলেই অনলাইনে পাওয়া যায়।

লজিটেক এক্স ফিফটি: সুন্দর ডিজাইনের জন্য এই ব্লু-টুথ স্পিকারের চাহিদা আরও বেশি। ওজন মাত্র ১৪২ গ্রাম। এক বার চার্জ দিলে টানা পাঁচ ঘন্টা চার্জ থাকে। লজিটেক এক্স ফিফটির দাম ২৪৯৫ টাকা। তবে ১৩০০ টাকা খরচা করলেই অনলাইনে পাওয়া যায়।

০৪ ০৭
নয়েজ অ্যাকোয়া মিনি: ঠিকঠাক ভাবে ব্যবহার করলে ১০ ঘন্টারও বেশি চার্জ থাকতে পারে এই ব্লু-টুথ স্পিকারে। এফ এম রেডিয়োও সাপোর্ট করে এই নয়েজ অ্যাকোয়া মিনিতে। ২০০০ টাকায় অনলাইনে পাওয়া যাবে আর ২৯৯৯ টাকায় দোকান থেকে কিনতে পাওয়া যাবে এই স্পিকার।

নয়েজ অ্যাকোয়া মিনি: ঠিকঠাক ভাবে ব্যবহার করলে ১০ ঘন্টারও বেশি চার্জ থাকতে পারে এই ব্লু-টুথ স্পিকারে। এফ এম রেডিয়োও সাপোর্ট করে এই নয়েজ অ্যাকোয়া মিনিতে। ২০০০ টাকায় অনলাইনে পাওয়া যাবে আর ২৯৯৯ টাকায় দোকান থেকে কিনতে পাওয়া যাবে এই স্পিকার।

০৫ ০৭
জেবিএল ফ্লিপ টু ব্ল্যাক এডিশন: এই ব্লু-টুথ স্পিকারেও ইন বিল্ট মাইক্রোফোন থাকে। যা সহজেই স্পিকারকে নয়েজ আর ইকো সাউন্ডের হাত থেকে বাঁচায়। এক বার চার্জ দিলে পাঁচ ঘন্টার কাছাকাছি চার্জ থাকে এই স্পিকারে। জেবিএল ফ্লিপ টু ব্ল্যাক এডিশনের দাম ৪০০০ টাকা।

জেবিএল ফ্লিপ টু ব্ল্যাক এডিশন: এই ব্লু-টুথ স্পিকারেও ইন বিল্ট মাইক্রোফোন থাকে। যা সহজেই স্পিকারকে নয়েজ আর ইকো সাউন্ডের হাত থেকে বাঁচায়। এক বার চার্জ দিলে পাঁচ ঘন্টার কাছাকাছি চার্জ থাকে এই স্পিকারে। জেবিএল ফ্লিপ টু ব্ল্যাক এডিশনের দাম ৪০০০ টাকা।

০৬ ০৭
ইউই রোল টু:  একসঙ্গে দুটো ব্লু-টুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারে ইউই রোল টু। জলে ডুবিয়ে রাখলেও কোনও অসুবিধা হয় না এই স্পিকারের। ৩৩০ গ্রাম ওজনের এই স্পিকার এখন অনলাইনে ৩৫০০ টাকাতেই পাওয়া যায়।

ইউই রোল টু:  একসঙ্গে দুটো ব্লু-টুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারে ইউই রোল টু। জলে ডুবিয়ে রাখলেও কোনও অসুবিধা হয় না এই স্পিকারের। ৩৩০ গ্রাম ওজনের এই স্পিকার এখন অনলাইনে ৩৫০০ টাকাতেই পাওয়া যায়।

০৭ ০৭
অ্যাঙ্কের সাউন্ডকোর: ওজন প্রায় ৩৫৮ গ্রাম আর ৬৬ ফিট অবধি ছড়িয়ে যেতে পারে এই স্পিকারের সাউন্ড। তবে এর সবচাইতে বড় গুণ হল ব্যাটারি ব্যাক-আপ। ২৪ ঘন্টা চার্জ থাকে এই ব্লু-টুথ স্পিকারে। বাজারে এই স্পিকারের দাম একটু বেশি হলেও অনলাইনে মাত্র ২,৯৯৯ টাকাতেই মেলে।

অ্যাঙ্কের সাউন্ডকোর: ওজন প্রায় ৩৫৮ গ্রাম আর ৬৬ ফিট অবধি ছড়িয়ে যেতে পারে এই স্পিকারের সাউন্ড। তবে এর সবচাইতে বড় গুণ হল ব্যাটারি ব্যাক-আপ। ২৪ ঘন্টা চার্জ থাকে এই ব্লু-টুথ স্পিকারে। বাজারে এই স্পিকারের দাম একটু বেশি হলেও অনলাইনে মাত্র ২,৯৯৯ টাকাতেই মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy