Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Science News

শাওমির একগুচ্ছ অ্যাকসেসরিজের দাম কতটা কমলো জেনে নিন

জিএসটি চালু হওয়ার জন্যই দাম কমেছে এই গ্যাজেটগুলির। এক নজরে দেখে নেওয়া যাক, সেই তালিকায় কী কী রয়েছে—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৫:৩২
Share: Save:
০১ ০৭
এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল শাওমির একগুচ্ছ অ্যাকসেসরিজের। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, জিএসটি চালু হওয়ার জন্যই দাম কমেছে এই গ্যাজেটগুলির। এক নজরে দেখে নেওয়া যাক, সেই তালিকায় কী কী রয়েছে—

এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল শাওমির একগুচ্ছ অ্যাকসেসরিজের। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, জিএসটি চালু হওয়ার জন্যই দাম কমেছে এই গ্যাজেটগুলির। এক নজরে দেখে নেওয়া যাক, সেই তালিকায় কী কী রয়েছে—

০২ ০৭
১০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক-২। দাম ছিল ১ হাজার ১৯৯ টাকা। দাম হল ১ হাজার ৯৯ টাকা।১০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক প্রো। আগে দাম ছিল ১ হাজার ৫৯৯ টাকা। এখন দাম ১ হাজার ৪৯৯ টাকা।২০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক-২। দাম ছিল ২ হাজার ১৯৯ টাকা। এখন এর দাম ১ হাজার ৯৯৯ টাকা।

১০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক-২। দাম ছিল ১ হাজার ১৯৯ টাকা। দাম হল ১ হাজার ৯৯ টাকা।১০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক প্রো। আগে দাম ছিল ১ হাজার ৫৯৯ টাকা। এখন দাম ১ হাজার ৪৯৯ টাকা।২০,০০০ এমএএইচ এমআই পাওয়ারব্যাঙ্ক-২। দাম ছিল ২ হাজার ১৯৯ টাকা। এখন এর দাম ১ হাজার ৯৯৯ টাকা।

০৩ ০৭
5V/2A এমআই চার্জারের দাম ছিল ৩৯৯ টাকা। এখন দাম ৩৪৯ টাকা। এমআই কার চার্জারের দাম ছিল ৭৯৯ টাকা, এখন দাম ৬৯৯ টাকা।

5V/2A এমআই চার্জারের দাম ছিল ৩৯৯ টাকা। এখন দাম ৩৪৯ টাকা। এমআই কার চার্জারের দাম ছিল ৭৯৯ টাকা, এখন দাম ৬৯৯ টাকা।

০৪ ০৭
এমআই ইউএসবি কেবল-এর দাম ছিল ১৯৯ টাকা, দাম কমার পর এটি এখন পেয়ে যাবেন ১৭৯ টাকায়। এমআই ইউএসবি ফ্যানের দাম আগে ছিল ২৪৯, এখন এর দাম ২২৯।

এমআই ইউএসবি কেবল-এর দাম ছিল ১৯৯ টাকা, দাম কমার পর এটি এখন পেয়ে যাবেন ১৭৯ টাকায়। এমআই ইউএসবি ফ্যানের দাম আগে ছিল ২৪৯, এখন এর দাম ২২৯।

০৫ ০৭
এমআই বিজনেস ব্যাকপ্যাক-এর দাম আগে ছিল ১ হাজার ৪৯৯ টাকা। এখন দাম ১ হাজার ২৯৯।

এমআই বিজনেস ব্যাকপ্যাক-এর দাম আগে ছিল ১ হাজার ৪৯৯ টাকা। এখন দাম ১ হাজার ২৯৯।

০৬ ০৭
রেডমি-৪ হার্ড কেসের দাম ছিল ৪৪৯। এখন এটি পাওয়া যাবে ৩৪৯ টাকায়। রেডমি ওয়াই১ কেস-এর দাম ছিল ৩৯৯ টাকা। এখন এর দাম ৩৪৯ টাকা।

রেডমি-৪ হার্ড কেসের দাম ছিল ৪৪৯। এখন এটি পাওয়া যাবে ৩৪৯ টাকায়। রেডমি ওয়াই১ কেস-এর দাম ছিল ৩৯৯ টাকা। এখন এর দাম ৩৪৯ টাকা।

০৭ ০৭
শাওমি রেডমি নোট ৪-এর দাম আগে ছিল ১০ হাজার ৯৯৯ টাকা। এখন এই ফোন পাবেন ৯ হাজার ৯৯৯ টাকায়।

শাওমি রেডমি নোট ৪-এর দাম আগে ছিল ১০ হাজার ৯৯৯ টাকা। এখন এই ফোন পাবেন ৯ হাজার ৯৯৯ টাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE