
ইরান-ইজ়রায়েল সংঘাতে ক্রমশ তীব্র হচ্ছে ‘ক্রুসেড’ বা ধর্মযুদ্ধের আশঙ্কা! আরব দুনিয়ায় লড়াই ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে এককাট্টা হতে দেখা গিয়েছে সেখানকার একাধিক মুসলিম দেশকে। সেই আগুনে হাত সেঁকতে মরিয়া পাকিস্তান। এর জন্য ধর্মীয় তাস খেলে তেহরানকে খোলাখুলি ভাবে সমর্থনের ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ। পাল্টা পূর্বের প্রতিবেশীটিকে সামনে রেখে পরমাণু হামলার হুমকি এসেছে সাবেক পারস্য দেশ থেকে। এতে লড়াইয়ের আগুনে আরও ঘি পড়ল বলেই মনে করছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

সম্প্রতি ইহুদি ও শিয়াদের যুদ্ধকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন পাক সাংসদ আসাদ কায়সার। ইসলামাবাদের পার্লামেন্ট তথা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘ইরানের মতো আগামী দিনে আমাদেরও নিশানা করতে পারে ইজ়রায়েল। আর তাই দেশের আমজনতা থেকে শুরু করে সরকার, যতটা সম্ভব সবটুকু নিয়ে তেহরানের পাশে দাঁড়াতে হবে।’’ পাক পার্লামেন্টে দেওয়া তাঁর এই ভাষণ কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।