আতঙ্কের নাম ‘ব্রহ্মস’ সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্র! রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ‘ব্রহ্মাস্ত্র’ চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটিকে। ডাহা ফেল করেছে ইসলামাবাদের হাতে থাকা চিনের তৈরি জোড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স। সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটিকে চিহ্নিতই করতে পারেনি বেজিঙের এইচকিউ-৯পি এবং এইচকিউ-১৬। আর তাই এ বার জার্মানদের শরণাপন্ন হচ্ছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এতে নয়াদিল্লির কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
‘ব্রহ্মস’-এর মতো ক্রুজ় ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকাতে আইআরআইএস-টি (ইনফ্রারেড ইমেজ়িং সিস্টেম-টেইল) নামের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে জার্মান ফৌজ। সূত্রের খবর, বর্তমানে এই হাতিয়ারটিই বাহিনীতে শামিল করতে চাইছে পাক সরকার ও সেনা। স্বল্পপাল্লার ‘ভূমি থেকে আকাশ’ (সারফেস টু এয়ার) ক্ষেপণাস্ত্রটির অপর নাম ‘এম-২০০০’। মাটিতে বসানো লঞ্চার বা এসএলএমের (পড়ুন সারফেস লঞ্চড মিসাইল) মাধ্যমে ছুড়ে এর সাহায্যে আনায়াসেই ধ্বংস করা যায় শত্রুর ক্রুজ় ক্ষেপণাস্ত্র।