
ভাগ্য ফিরতে চলেছে পাকিস্তানের! নিদারুণ আর্থিক সঙ্কটে থাকা পাকিস্তানের ত্রাতা হয়ে দাঁড়াতে পারে সোনার খনি। সেই গুপ্তধন হাতে পেলে আর্থিক দিক থেকে ইসলামাবাদ যে ঘুরে দাঁড়াতে পারবে, তা বলাই বাহুল্য। আর্থিক দিক থেকে ডুবন্ত পড়শি দেশ ভাসমান সেই ‘খড়কুটো’কে আঁকড়ে ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার আশায় বুক বাঁধছে।