‘অপারেশন সিঁদুর’-এ মৃত্যু হয়েছে ১৫০-র বেশি পাকিস্তানি সৈনিকের! ভারতের সামরিক অভিযান স্থগিত হওয়ার আড়াই মাসের মাথায় এই খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ইসলামাবাদের একটি গণমাধ্যম। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ‘রহস্যজনক’ ভাবে সব জায়গা থেকে গায়েব হয়ে যায় ওই প্রতিবেদন। নেপথ্যে পাক সরকার এবং ফৌজের চাপ? চার দিনের ‘যুদ্ধে’ মার খাওয়া লুকোতে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছেন রাওয়ালপিন্ডির জেনারেলরা? ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্নে জলঘোলা হচ্ছে পশ্চিমের প্রতিবেশীর অভ্যন্তরীণ রাজনীতি।
পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যমগুলির মধ্যে অন্যতম হল ‘সামা টিভি’। সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা সংঘাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় তাদের পোর্টালে। সেখানেই ভারতীয় সেনার আক্রমণে ১৫০-র বেশি পাক ফৌজির মৃত্যুর কথা উল্লেখ করে তারা। শুধু তা-ই নয়, নিহতদের নামের তালিকাও সংশ্লিষ্ট রিপোর্টটিতে প্রকাশ করা হয়। ঝড়ের গতিতে ওই প্রতিবেদনটি ভাইরাল হয়।