Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Duttapukur Blast

এত কিছু লুকিয়ে রাখা ছিল? গোপন বাজি কারখানার ভিতরে গিয়ে ছবি তুলল আনন্দবাজার অনলাইন

কারখানার মালিক কে? স্পষ্ট করে কেউ জানেন না। কারা কাজ করতেন? কেউ জানেন না। তবে স্থানীয়দের অভিযোগ, বেরুনান পাকুড়িয়ার এই ইটভাটার আড়ালে রমরমিয়ে বাজি তৈরি হত এই কারখানায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ১৮:২৮
Share: Save:
০১ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

বড় ফাঁকা জমির ভিতর ন্যাড়া মাথার চার দেওয়ালের কাঠামো। যে জমির কোথাও প্রাচীর দিয়ে ঘেরা, কোথাও যাতায়াতের পথে কোনও বাধা নেই। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে বারুদ, বাজির খোলা, বিভিন্ন ধরনের যন্ত্র, রাসায়নিকের ড্রাম। সে যেন এক বিশাল ‘কর্মযজ্ঞস্থল’।

০২ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

এই জমি, এই কাঠামো এলাকায় পরিচিত ‘ইটভাটা’ হিসাবে। অথচ বারুদ এবং রাসায়নিকের গন্ধে সেই জায়গায় নিশ্বাস নেওয়া দায়।

০৩ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

এই কারখানার মালিক কে? স্পষ্ট করে কেউ জানেন না। কারা কাজ করতেন? কেউ জানেন না। তবে স্থানীয়দের অভিযোগ, বেরুনান পাকুড়িয়ার এই ইটভাটার আড়ালে রমরমিয়ে বাজি তৈরি হত এই কারখানা।

০৪ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

রবিবার সকালে দত্তপুকুরের মোচপোল গ্রামের যে কারখানায় বিস্ফোরণ ঘটেছিল, তার থেকে এই কারখানার দূরত্ব সর্বসাকুল্যে আটশো-ন’শো মিটার।

০৫ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

এই কারখানার কাছে বিস্ফোরণের ফলে চুরমার হয়ে যাওয়া বাজি কারখানাটি ‘শিশু’ বলেও স্থানীয়দের একাংশের মত। স্থানীয়দের দাবি, দীর্ঘ দিন ধরেই এলাকার এই কারখানায় বাজি তৈরি করছিলেন কেউ বা কারা।

০৬ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

শুধু বাজি তৈরি হত না, বাজি নিয়ে ‘গবেষণা’ও চলত সেই কারখানায়। কিন্তু রবিবারের দত্তপুকুরের বিস্ফোরণের পর এই কারখানার শ্রমিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। যেন কারখানার যন্ত্রগুলি অযত্নে বন্ধ করে রাতারাতি ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছেন তাঁরা।

০৭ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

রবিবার সকাল পর্যন্ত এই কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় কানে ভেসে আসত মেশিন চলার ঘট ঘট আওয়াজ।

০৮ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

এলাকায় বাজি কারখানার খবর পেয়ে সোমবার সকালে ওই কারখানা ঘুরে দেখে এল আনন্দবাজার অনলাইন।

০৯ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

বেরুনান পাকুড়িয়া গ্রামের বড় রাস্তা ছেড়ে একটি কাঁচা রাস্তা ধরে খানিক এগোলেই দেখা যাবে প্রাচীর দিয়ে ঘেরা একটি জমি। সামনে অপোক্ত লোহার গেট। গেটের সামনে বেশ কয়েকটি ইটের স্তূপ। বাইরে থেকে এক নজরে দেখলে ইটভাটাই মনে হবে।

১০ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

গেট ছাড়িয়ে একটু এগিয়ে যেতেই ফাঁকা জমি। স্থানীয়দের দাবি, এই জমিতে এক সময় এলাকার স্থানীয়রা খেলা করত। কিন্তু এখন আর কচিকাঁচাদের ভিড় লক্ষ করা যায় না সেই জমিতে। ভয়েই আর সেখানে ছেলেমেয়েদের খেলতে পাঠান না অভিভাবকেরা।

১১ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

ফাঁকা জমি বরাবর আরও একটু এগিয়ে গেলে একেবারে অন্য দৃশ্য। ইটের নামগন্ধ নেই। চারদিকে বারুদের বস্তা, বাজির মশলা, ভারী ভারী যন্ত্রপাতি।

১২ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

জমির উপরেই চার দেওয়ালের টিন এবং বাঁশের কাঠামো। সেখান থেকে আর একটু ডান দিকে এগোলে আরও একটি দোতলা কাঠামো।

১৩ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

সেই দোতলা কাঠামোর ভিতরে দামি দামি একাধিক যন্ত্র। যন্ত্রগুলির চারপাশে পড়ে রয়েছে বাজি তৈরির বারুদ, মশলা। স্থানীয়দের অভিযোগ, এই যন্ত্রগুলিতেই তৈরি হত বিভিন্ন ধরনের বাজি।

১৪ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

যন্ত্রগুলির উপরের সরঞ্জাম দেখে মনে হবে, কেউ বা কারা তাড়াহুড়োর কারণে কোনও রকমে যন্ত্রগুলি বন্ধ করে কারখানা ছেড়েছেন।

১৫ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

দোতলা কাঠামো ছাড়িয়ে আরও একটু এগিয়ে গেলে চোখে পড়বে একটি বাঁশের কাঠামো। মাথায় ত্রিপল টাঙানো। সেই কাঠামোতে ঢোকা-বেরোনোর কোনও দরজা নেই। বিয়েবাড়ির প্যান্ডেল যেমন হয়, অনেকটা সে রকমই।

১৬ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

সেই বাঁশ-ত্রিপলের কাঠামোর ভিতরে ঢুকলে দেখা যাবে চারটি টেবিল। টেবিলের উপরে ইতিউতি ছড়িয়ে রয়েছে রাসায়নিক, বিকার, টেস্ট টিউব, গবেষণার জন্য ব্যবহৃত চশমা, মোটা দস্তানা। পুরোদস্তুর ‘গবেষণাগার’।

১৭ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

স্থানীয়দের অভিযোগ, এই বাঁশের কাঠামোর মধ্যেই বাজির মশলা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হত। টেবিলের চারপাশে রয়েছে চেয়ার। মনে করা হচ্ছে সেই চেয়ারগুলিতে বসেই চলত গবেষণা সংক্রান্ত কাজকর্ম।

১৮ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

গবেষণাগার পেরিয়ে ফাঁকা জমি বরাবর এগিয়ে গেলে নাকে ভেসে আসবে বারুদের এবং রাসায়নিকের কটু গন্ধ। বাজি তৈরির জন্য বড় বড় ড্রামে রাখা রাসায়নিক থেকেই সেই গন্ধ আসছে।

১৯ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

ফাঁকা জমির চারদিকে ভাল করে নজর ঘোরালে দেখা যাবে, জায়গায় জায়গায় ত্রিপলের উপর বালিপাথর শুকাতে দেওয়া রয়েছে। কারও কারও মতে, বাজি তৈরির অন্যতম উপকরণ এই বালি। তুবড়ি জাতীয় বাজিতে এই বালি ব্যবহার করা হত।

২০ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

বালির পাশে পাশে বিভিন্ন জায়গায় বাজির প্যাকেট এবং খোলও নজরে পড়ল। মোটা কাগজের সেই সব খোল পড়ে রয়েছে এখানে-ওখানে।

২১ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

আনন্দবাজার অনলাইনের ক্যামেরায় ধরা পড়ল বেশ কয়েকটি বিলবই এবং হিসাবের খাতা। বাজির কাঁচামাল হিসাবে বারুদ, সোডা, কাগজ, কাপড় কেনার হিসাব পর পর লেখা রয়েছে সেই সব হিসাবের খাতায়।

২২ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

চোখে পড়ল একটি রান্নাঘরও। সম্ভবত কারখানার শ্রমিকরা সেখানে রান্না করে খেতেন। তবে গৃহস্থের বাড়িতে যেমনটা দেখা যায়, এই রান্নাঘর তেমনটা নয়। টিনের পাত দিয়ে কোনও রকমে ঘেরা একটি কাঠামো।

২৩ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

রান্নাঘরের ভিতরে ঢুকতে দেখা গেল চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি রান্নার সরঞ্জাম। হাঁড়ি, কড়া, বালতি, উনুন সবই রয়েছে। একটি হাঁড়িতে রয়েছে চাল। চালের উপরের দিক ভিজে। যেন কেউ ভাত রান্নার জন্য হাঁড়িতে চাল নিয়েও তড়িঘড়ি চলে গিয়েছেন।

২৪ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

কারখানা চত্বরে একটি গাড়ি উল্টে পড়ে থাকতেও দেখা গেল। স্থানীয়দের দাবি, এই গাড়ি চেপেই যাতায়াত করতেন কারখানার শ্রমিকরা।

২৫ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

স্থানীয়দের দাবি, এই কারখানায় যাঁরা কাজ করতেন, তাঁদের বেশির ভাগই মুর্শিদাবাদের শ্রমিক। বাইরে থেকে গাড়ি করে বাজি তৈরির জন্য আনা হত তাঁদের। ভাড়া থাকতেন স্থানীয় মেসে। সকালে আসতেন। কাজ সেরে আবার যে যার মেসে ফিরে যেতেন।

২৬ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

কিন্তু কারখানার মালিক কে, সে সম্পর্কে অবগত নন স্থানীয়রা। স্থানীয়দের একাংশের দাবি, মালিকের বাড়ি পাশেরই এক গ্রামে। আবার অন্য এক অংশের দাবি, শ্রমিকদের মতো মালিকের বাড়িও মুর্শিদাবাদে।

২৭ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

রবিবার দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনার পর সোমবার সকালে বেরুনান পাকুড়িয়ার ওই বাজি কারখানার একাংশে ভাঙচুর চালিয়েছেন সাধারণ মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। পুলিশ এসে ওই কারখানা বন্ধ করে দিয়েছে। লাগানো হয়েছে ‘ডু নট ক্রস’ লেখা নিরাপত্তা বলয়।

২৮ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

স্থানীয়দের অভিযোগ, দত্তপুকুরে এত বড় ঘটনার পরও কোনও হেলদোল নেই প্রশাসনের। এলাকার আশপাশে এই ধরনের আরও অবৈধ কারখানা খুঁজে পাওয়া যেতে পারে বলেও তাঁদের দাবি।

২৯ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

প্রসঙ্গত, রবিবার সকালে ‘বাজি’ কারখানার বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এলাকার মোচপোল গ্রাম। বিস্ফোরণের অভিঘাতে এতটাই বেশি ছিল যে, যার আওয়াজ শোনা গিয়েছিল প্রায় ৬ কিলোমিটার দূরের বারাসত শহরেও। কারখানার আশপাশের বাড়িতেও ফাটল ধরে গিয়েছিল।

৩০ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

সেই ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন অনেকে। স্থানীয় সূত্রের খবর, ওই বিস্ফোরণে কারখানার মালিক ছিলেন কেরামত আলি। সূত্রের খবর, ওই বিস্ফোরণে তাঁরও মৃত্যু হয়েছে।

৩১ ৩১
People are showing anger as another firecracker factory found near Duttapukur blast site

ঘটনার বীভৎসতায় এখনও আতঙ্ক কাটছে না মোচপোল গ্রামের বাসিন্দাদের। বাজি কারখানাকে কেন্দ্র করে সেই আতঙ্কই এ বার ছড়িয়ে পড়ছে বেরুনান পাকুড়িয়া গ্রামের বাসিন্দাদের মধ্যেও।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE