Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৪ অগস্ট ২০২২ ই-পেপার

URL Copied

চিত্র সংবাদ

Tina Dabi-Athar Aamir Khan: টিনা দাবি অতীত, নতুন সম্পর্কে আইএএস আমির খান! কী করেন হবু স্ত্রী

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ০৩ জুলাই ২০২২ ১১:০৮
দুই আইএএসের প্রেমকাহিনি ঘিরে দেশে এক সময় জোর চর্চা ছিল। দু’জনই ‘টপার’। এক জনের নাম টিনা দাবি। আর তাঁর সঙ্গে প্রণয়ে যিনি বাঁধা পড়েছিলেন, তিনি আথার আমির খান। কিন্তু তাঁদের বৈবাহিক জীবন বেশি দিন স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায়। এর পর নতুন সম্পর্কের সুতোয় বাঁধা পড়েছেন টিনা। প্রাক্তন স্ত্রীর মতো জীবনের নয়া ইনিংস শুরু করলেন আমির। তাঁর হবু স্ত্রী পেশায় চিকিৎসক।

হবু স্ত্রী মেহরিন কাজীর সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন আমির। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁরা।
Advertisement
মেহরিন পেশায় চিকিৎসক। মেডিসিনে এমডি ডিগ্রি রয়েছে তাঁর। ব্রিটেন ও জার্মানি থেকে পড়াশোনা করেছেন।

মেহরিন বেশ জনপ্রিয় নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা তিন লক্ষ।
Advertisement
মেহরিনের বাড়ি কাশ্মীরে। আমিরেরও আদি বাড়ি সেখানে।

বর্তমানে রাজীব গাঁধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে সায়েন্টিফিক অফিসার হিসাবে কর্মরত মেহরিন।

২০১৮ সালের ৭ এপ্রিল টিনা দাবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির।

আইএএস পরীক্ষায় টিনা প্রথম হন, আমির দ্বিতীয়। সেই প্রথম কোনও দলিত মহিলা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। যা নিয়েও কম চর্চা হয়নি।

মুসৌরিতে আইএএসে প্রশিক্ষণ-পর্বেই টিনা-আমিরের আলাপ হয়েছিল।

২০২১ সালের ১০ অগাস্ট টিনা ও আমিরের বিচ্ছেদ হয়ে যায়।

বিচ্ছেদের জেরে স্বভাবতই তিনি ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন টিনা।

বিচ্ছেদের এক বছরের মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন টিনা।

এপ্রিল মাসে আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডের সঙ্গে রাজস্থানের জয়পুরে বিবাহবন্ধনে আবারও আবদ্ধ হন টিনা।

টিনার বিয়ের কয়েক মাসের মধ্যেই নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে জানালেন আমির।

ইনস্টাগ্রামে হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আংটি বদলের খবর জানিয়েছেন আমির।