Photos of Dr Mehreen Qazi future wife of IAS topper Tina Dabis ex husband Athar Aamir
URL Copied
চিত্র সংবাদ
Tina Dabi-Athar Aamir Khan: টিনা দাবি অতীত, নতুন সম্পর্কে আইএএস আমির খান! কী করেন হবু স্ত্রী
সংবাদ সংস্থা
নয়াদিল্লি ০৩ জুলাই ২০২২ ১১:০৮
Advertisement
১ / ১৫
দুই আইএএসের প্রেমকাহিনি ঘিরে দেশে এক সময় জোর চর্চা ছিল। দু’জনই ‘টপার’। এক জনের নাম টিনা দাবি। আর তাঁর সঙ্গে প্রণয়ে যিনি বাঁধা পড়েছিলেন, তিনি আথার আমির খান। কিন্তু তাঁদের বৈবাহিক জীবন বেশি দিন স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায়। এর পর নতুন সম্পর্কের সুতোয় বাঁধা পড়েছেন টিনা। প্রাক্তন স্ত্রীর মতো জীবনের নয়া ইনিংস শুরু করলেন আমির। তাঁর হবু স্ত্রী পেশায় চিকিৎসক।
২ / ১৫
হবু স্ত্রী মেহরিন কাজীর সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন আমির। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁরা।
Advertisement
Advertisement
৩ / ১৫
মেহরিন পেশায় চিকিৎসক। মেডিসিনে এমডি ডিগ্রি রয়েছে তাঁর। ব্রিটেন ও জার্মানি থেকে পড়াশোনা করেছেন।
৪ / ১৫
মেহরিন বেশ জনপ্রিয় নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা তিন লক্ষ।
Advertisement
৫ / ১৫
মেহরিনের বাড়ি কাশ্মীরে। আমিরেরও আদি বাড়ি সেখানে।
৬ / ১৫
বর্তমানে রাজীব গাঁধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে সায়েন্টিফিক অফিসার হিসাবে কর্মরত মেহরিন।
৭ / ১৫
২০১৮ সালের ৭ এপ্রিল টিনা দাবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমির।
৮ / ১৫
আইএএস পরীক্ষায় টিনা প্রথম হন, আমির দ্বিতীয়। সেই প্রথম কোনও দলিত মহিলা সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। যা নিয়েও কম চর্চা হয়নি।