‘চালবাজ’ চিনের ঋণের ফাঁসে আটকে যখন হাঁসফাঁস দশা, ঠিক তখনই পরিত্রাতার ভূমিকায় রঞ্চমঞ্চে পা রেখেছে ভারত। পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে এ ভাবেই ব্যাখ্যা করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের দাবি, এর জেরে আগামী দিনে ‘অন্ধকার মহাদেশ’টির ওই এলাকায় নয়াদিল্লির শিল্প সংস্থাগুলির সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে নামতে হবে বেজিংকে। আর সেই প্রতিযোগিতায় জেতা ড্রাগনের পক্ষে মোটেই সহজ নয়।
প্রধানমন্ত্রী মোদীর ঘানা সফর নিয়ে ইতিমধ্যেই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে চিনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইম্স। আফ্রিকার বাজারে বেজিঙের একাধিপত্য শেষ করতে নয়াদিল্লি যে উঠেপড়ে লেগেছে, সেখানে তার স্পষ্ট উল্লেখ রয়েছে। ড্রাগনভূমির কূটনীতিকদের দাবি, ‘দক্ষিণী বিশ্বের’ (পড়ুন গ্লোবাল সাউথ) প্রতিটা ক্ষেত্রকে কব্জা করার প্রচেষ্টা রয়েছে ভারতের। মোদীর ঘানা সফর সেই পরিকল্পনারই অংশ বলে মনে করেন তাঁরা।