ধীরে ধীরে মুখ ফিরিয়ে আফগান পড়শিদের দিকে ঝুঁকতে শুরু করেছে ‘বন্ধু’ চিন। বেজিঙের এ-হেন মনোভাবে পাকিস্তানের মাথায় বাজ! ইসলামাবাদের কাছে ড্রাগনভূমির সরকার অন্ধের যষ্ঠির মতো। কারণ, দেউলিয়া অবস্থা থেকে তাদের একমাত্র বাঁচাতে পারে মান্দারিনভাষী রাষ্ট্র। এই পরিস্থিতিতে খড়কুটোর মতো সিপিইসিকে আঁকড়ে ধরার নির্দেশ দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাঁর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
সিপিইসি অর্থাৎ ‘চায়না পাকিস্তান ইকোনমিক করিডর’ (পড়ুন চিন পাকিস্তান আর্থিক বারান্দা)। গত এক দশক ধরে চলা যে প্রকল্পের কাজ এখনও শেষ করতে পারেনি ইসলামাবাদ। সেখানেই এ বার গতি আনার নির্দেশ দিতে শোনা গেল পাক প্রধানমন্ত্রীকে। নইলে গোটা দেশের কপালে যে ‘শনি নাচছে’, সেটা তাঁর কথায় একরকম স্পষ্ট। যদিও শরিফের আশা কতটা পূরণ হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।