অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ শুক্রবার বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় রানির প্রথম সফর বিখ্যাত ছিল। প্রথম সফরের পর আরও ১৫ বার অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় সফর করেছেন তিনি। তিনিই একমাত্র শাসক যিনি এত বার অস্ট্রেলিয়া সফর করেছেন। আর এর থেকেই এটা স্পষ্ট যে অস্ট্রেলিয়ার জন্য তাঁর হৃদয়ে বিশেষ জায়গা ছিল।’’