চার দশকের বেশি সময় অভিনয়জগতে কাটিয়ে ফেলেছেন। পাঁচ রকম ভাষায় ২০০টির বেশি ছবিতে অভিনয়ও করে ফেলেছেন তিনি। বলিপাড়ায় বিনোদ খন্না, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, গোবিন্দ, শাহরুখ খানের মতো তাবড় অভিনেতার সঙ্গে কাজ করলেও নায়িকা জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী চলচ্চিত্রমহলে। ‘বাহুবলী’ ছবিতে শিবগামীর চরিত্রে অভিনয় করে নজর কাড়া রাম্যা কৃষ্ণণের ব্যক্তিগত জীবন নিয়েও কম সমালোচনা হয়নি।
১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে জন্ম রাম্যার। কিশোরী বয়স থেকে অভিনয় শুরু করেছেন তিনি। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভেল্লাই মানাসু’ নামের তামিল ভাষার ছবির মাধ্যমে অভিনয়ে পদার্পণ। তার পর কন্নড়, মলয়ালম, তেলুগু এমনকি হিন্দি ভাষার ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে রাম্যাকে। টেলিভিশনের পর্দায় একাধিক দক্ষিণী ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।