
ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন বিপদের মুখোমুখি রাশিয়া। মস্কোর দরজায় কড়া নাড়ছে ‘মহামন্দা’। জনসমক্ষে সেই আর্থিক সঙ্কটের কথা স্বীকার করে নিয়ে এ বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করলেন তাঁরই অর্থনীতি-বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ। ক্রেমলিন মন্দার জালে জড়িয়ে পড়লে ইউরোপে পড়বে তার প্রভাব? এর আঁচ কতটা লাগবে ভারতের গায়ে? ইতিমধ্যেই মরিয়া হয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন দুনিয়ার তাবড় অর্থনৈতিক বিশ্লেষকেরা।

চলতি বছরের ১৯ জুন সেন্ট পিটার্সবার্গে ‘আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম’-এ ভাষণ দেন রেশেতনিকভ। সেখানে ‘আর্থিক মন্দা’র কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘‘যাবতীয় সরকারি প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশের ব্যবসায় কোনও গতি আসছে না। এ ক্ষেত্রে সমস্ত সূচকই নিম্নমুখী। আমাদের হাতে আসা যাবতীয় পরিসংখ্যানই পিছনে তাকানো আয়নার মতো। সব দিক বিচার করে তাই মনে হচ্ছে ধীরে ধীরে মন্দার দিকে এগিয়ে যাচ্ছি আমরা।’’