কোরীয় উপদ্বীপে অশান্তির কালো মেঘ। মাঝেমধ্যেই যুদ্ধের হুমকি দিচ্ছে পিয়ংইয়ং। সেখানকার ‘সুপ্রিম লিডার’ কিম জং-উনের হাতে রয়েছে দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র। এই পরিস্থিতিতে দুর্ভেদ্য বর্মে দেশের আকাশকে ঢেকে ফেলতে অত্যাধুনিক ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ বা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে কোমর বেঁধে নেমে পড়েছে সোল। বিখ্যাত ইজ়রায়েলি হাতিয়ার ‘আয়রন ডোম’-এর আদলে সেটি নির্মাণ করা হচ্ছে বলে মিলেছে খবর।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলির অন্যতম হল হানওয়া গ্রুপ। তাদের তত্ত্বাবধানে কম উচ্চতার ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে উপযোগী বিশেষ ধরনের একটি রেডারের নমুনা বা প্রোটোটাইপ তৈরির চেষ্টা করছে সোল। হাতিয়ারটির নাম ‘কোরীয় লৌহকবচ’ (কোরিয়ান আয়রন ডোম) রেখেছে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। যদিও এর সঙ্গে ইহুদি সেনার ‘আয়রন ডোম’-এর বেশ পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ।