Advertisement
১০ মে ২০২৪
CRICKET

বিরাটের অধিনায়কত্বে চার ভারতীয়, আইসিসির বর্ষসেরা একাদশে আর কারা রইলেন?

আইসিসির বর্ষসেরা ওয়ানডে টিম ঘোষণা করা হল। ২০১৮ সালের সেরা একদিনের দলে কারা রইলেন, কেন রইলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে কাকেই বা বেছে নেওয়া হল, দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন
দুবাই শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১২:৪৩
Share: Save:
০১ ১২
আইসিসির বর্ষসেরা ওয়ানডে টিম ঘোষণা করা হল। ২০১৮ সালের সেরা একদিনের দলে কারা রইলেন, কেন রইলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে কাকেই বা বেছে নেওয়া হল, দেখে নিন।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে টিম ঘোষণা করা হল। ২০১৮ সালের সেরা একদিনের দলে কারা রইলেন, কেন রইলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে কাকেই বা বেছে নেওয়া হল, দেখে নিন।

০২ ১২
রোহিত শর্মা: ভারতের হয়ে ১৯ ইনিংস খেলে ১০৩০ রান করেছেন হিটম্যান। গড় ৭৩.৫৭, স্ট্রাইক রেট ১০০.০৯। তিনিই করবেন ওপেন।

রোহিত শর্মা: ভারতের হয়ে ১৯ ইনিংস খেলে ১০৩০ রান করেছেন হিটম্যান। গড় ৭৩.৫৭, স্ট্রাইক রেট ১০০.০৯। তিনিই করবেন ওপেন।

০৩ ১২
জোনাথন বেয়ারস্টো: রোহিতের সঙ্গে ওপেন করবেন ইংল্যান্ডের বেয়ারস্টো। ২২ ইনিংস খেলে ১০২৫ রান করেছেন তিনি। গড় ৪৬.৫৯, স্ট্রাইক রেট ১১৮.২২।

জোনাথন বেয়ারস্টো: রোহিতের সঙ্গে ওপেন করবেন ইংল্যান্ডের বেয়ারস্টো। ২২ ইনিংস খেলে ১০২৫ রান করেছেন তিনি। গড় ৪৬.৫৯, স্ট্রাইক রেট ১১৮.২২।

০৪ ১২
বিরাট কোহালি: অধিনায়ক অবশ্যই বিরাট কোহালি। তিনি যথারীতি নামবেন তিন নম্বরে। তাঁরই নেতৃত্বে অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক একদিনের সিরিজ জয় করেছে ভারতীয় দল। ১৪ ইনিংস খেলে ১২০২ রান করেছেন রানমেশিন। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। গড় ১৩৩.৫৫।

বিরাট কোহালি: অধিনায়ক অবশ্যই বিরাট কোহালি। তিনি যথারীতি নামবেন তিন নম্বরে। তাঁরই নেতৃত্বে অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক একদিনের সিরিজ জয় করেছে ভারতীয় দল। ১৪ ইনিংস খেলে ১২০২ রান করেছেন রানমেশিন। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। গড় ১৩৩.৫৫।

০৫ ১২
ইংল্যান্ডের জো রুট নামবেন এর পর। ২৪ ইনিংস খেলে ৯৪৬ রান করেছেন। গড় ৫৯.১২, স্ট্রাইক রেট ৮৩.৯৩। রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি।

ইংল্যান্ডের জো রুট নামবেন এর পর। ২৪ ইনিংস খেলে ৯৪৬ রান করেছেন। গড় ৫৯.১২, স্ট্রাইক রেট ৮৩.৯৩। রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি।

০৬ ১২
রুটের পর পাঁচ নম্বরে নামবেন নিউজিল্যান্ডের রস টেলর। ১০  ইনিংসে ৬৩৯ রান করেছেন। গড় ৯১.২৮, স্ট্রাইক রেট ৮৮.৮৭।

রুটের পর পাঁচ নম্বরে নামবেন নিউজিল্যান্ডের রস টেলর। ১০  ইনিংসে ৬৩৯ রান করেছেন। গড় ৯১.২৮, স্ট্রাইক রেট ৮৮.৮৭।

০৭ ১২
টেলরের পর ছয় নম্বরে নামবেন ইংল্যান্ডের জস বাটলার। গত বছরে ৫১.৬১ গড়ে ৬৭১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৩.৫৩।

টেলরের পর ছয় নম্বরে নামবেন ইংল্যান্ডের জস বাটলার। গত বছরে ৫১.৬১ গড়ে ৬৭১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৩.৫৩।

০৮ ১২
সাতে নামবেন অলরাউন্ডার বেন স্টোকস। গত বছরে ইংল্যান্ডের হয়ে ৩১৩ রান করেছেন তিনি। গড় ৪৪.৭১। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। এ ছাড়াও ১১ ইনিংসে ৫.৯১  ইকনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট।

সাতে নামবেন অলরাউন্ডার বেন স্টোকস। গত বছরে ইংল্যান্ডের হয়ে ৩১৩ রান করেছেন তিনি। গড় ৪৪.৭১। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। এ ছাড়াও ১১ ইনিংসে ৫.৯১  ইকনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট।

০৯ ১২
বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়েছেন। তার মধ্যে গত বছরের এশিয়া কাপে ১৮.৫০ গড়ে তিনি ১০ উইকেট নেন।

বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়েছেন। তার মধ্যে গত বছরের এশিয়া কাপে ১৮.৫০ গড়ে তিনি ১০ উইকেট নেন।

১০ ১২
আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ২০১৮ সালে ১৪.৪৫ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন। ইকনমি রেটে ৩.৮৯। যাতে প্রতিফলিত রশিদের বোলিংয়ের দক্ষতাই।

আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান ২০১৮ সালে ১৪.৪৫ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন। ইকনমি রেটে ৩.৮৯। যাতে প্রতিফলিত রশিদের বোলিংয়ের দক্ষতাই।

১১ ১২
গত বছরে চায়নাম্যান কুলদীপ যাদব ১৯ ম্যাচে ৪৫ উইকেট পেয়েছেন। গড় ছিল ১৭.৭৭। একদিনের ফরম্যাটে উইকেট সংগ্রহের তালিকায় রশিদের পরেই তিনি।

গত বছরে চায়নাম্যান কুলদীপ যাদব ১৯ ম্যাচে ৪৫ উইকেট পেয়েছেন। গড় ছিল ১৭.৭৭। একদিনের ফরম্যাটে উইকেট সংগ্রহের তালিকায় রশিদের পরেই তিনি।

১২ ১২
জশপ্রীত বুমরা হলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে চতুর্থ ভারতীয় ক্রিকেটার। ১৩ ইনিংসে ১৬.৬৩ গড়ে ২২ উইকেট নেন তিনি।  ইকনমি রেট ৩.৬২। যা অন্তত ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম। 

জশপ্রীত বুমরা হলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে চতুর্থ ভারতীয় ক্রিকেটার। ১৩ ইনিংসে ১৬.৬৩ গড়ে ২২ উইকেট নেন তিনি।  ইকনমি রেট ৩.৬২। যা অন্তত ২০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE