Advertisement
২৬ এপ্রিল ২০২৪
crikcet

ঋদ্ধির প্রত্যাবর্তন, দলে একাধিক তরুণ মুখ, দেখে নিন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দল

ধোনি যে থাকবেন না, তা আগে থেকেই জানা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে অনেক তরুণকে দেখে নেওয়া হবে, ইঙ্গিত ছিল তারও। সেই সূত্র মেনেই ক্যারিবিয়ান সফরের দল বেছে নিল বিসিসিআই। কেমন হল সেই দল? দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৯ ১৪:০০
Share: Save:
০১ ১৭
ধোনি যে থাকবেন না, তা আগে থেকেই জানা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে অনেক তরুণকে দেখে নেওয়া হবে, ইঙ্গিত ছিল তারও। সেই সূত্র মেনেই ক্যারিবিয়ান সফরের দল বেছে নিল বিসিসিআই। কেমন হল সেই দল? দেখে নেওয়া যাক।

ধোনি যে থাকবেন না, তা আগে থেকেই জানা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে অনেক তরুণকে দেখে নেওয়া হবে, ইঙ্গিত ছিল তারও। সেই সূত্র মেনেই ক্যারিবিয়ান সফরের দল বেছে নিল বিসিসিআই। কেমন হল সেই দল? দেখে নেওয়া যাক।

০২ ১৭
বিরাট কোহালি- দলের অধিনায়ক হয়ে এই সফরে যাচ্ছেন কোহালিই। এই দু’টি টেস্ট আইসিসি-র টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই অধিনায়ক কোহালিই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য থাকবেন।

বিরাট কোহালি- দলের অধিনায়ক হয়ে এই সফরে যাচ্ছেন কোহালিই। এই দু’টি টেস্ট আইসিসি-র টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই অধিনায়ক কোহালিই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য থাকবেন।

০৩ ১৭
আজিঙ্ক রাহানে- টেস্ট টিমের সহ-অধিনায়ক তিনি। ইংল্যান্ডের কাউন্টিতে শতরান দিয়ে শুরু করলেও ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রাহানে ফর্ম ফিরে পান কিনা।

আজিঙ্ক রাহানে- টেস্ট টিমের সহ-অধিনায়ক তিনি। ইংল্যান্ডের কাউন্টিতে শতরান দিয়ে শুরু করলেও ফর্ম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রাহানে ফর্ম ফিরে পান কিনা।

০৪ ১৭
মায়াঙ্ক আগরওয়াল- অস্ট্রেলিয়ায় ২টি ম্যাচে ওপেন করেন তিনি। চাপের মুখে করেন দু’টি অর্ধশতরানও। বিশ্বকাপে ডাক পাওয়াই আন্দাজ দিয়েছিল ভারতীয় দল তাঁকে নিয়ে ভাবছে। দেখা যাক ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কেমন ভাবে মেলে ধরতে পারেন নিজেকে।

মায়াঙ্ক আগরওয়াল- অস্ট্রেলিয়ায় ২টি ম্যাচে ওপেন করেন তিনি। চাপের মুখে করেন দু’টি অর্ধশতরানও। বিশ্বকাপে ডাক পাওয়াই আন্দাজ দিয়েছিল ভারতীয় দল তাঁকে নিয়ে ভাবছে। দেখা যাক ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কেমন ভাবে মেলে ধরতে পারেন নিজেকে।

০৫ ১৭
লোকেশ রাহুল- তিনি দলের সঙ্গে রয়েছেন মানে দ্বিতীয় ওপেনার তিনিই। বিশ্বকাপে তাঁর ব্যাট ভরসা জুগিয়েছে। টেস্টেও তাই তাঁকে আবার সুযোগ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করল বোর্ড।

লোকেশ রাহুল- তিনি দলের সঙ্গে রয়েছেন মানে দ্বিতীয় ওপেনার তিনিই। বিশ্বকাপে তাঁর ব্যাট ভরসা জুগিয়েছে। টেস্টেও তাই তাঁকে আবার সুযোগ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করল বোর্ড।

০৬ ১৭
চেতেশ্বর পূজারা- রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া তিন নম্বরে তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবা এই মুহূর্তে বেশ কঠিন। তাঁর শৃঙ্খলা ও নির্ভরশীল ব্যাটিং ভারতীয় দলের বড় ভরসা।

চেতেশ্বর পূজারা- রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া তিন নম্বরে তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবা এই মুহূর্তে বেশ কঠিন। তাঁর শৃঙ্খলা ও নির্ভরশীল ব্যাটিং ভারতীয় দলের বড় ভরসা।

০৭ ১৭
হনুমা বিহারী- টেস্ট দলের মিডল অর্ডারে অনেক সিনিয়রকে টপকে জায়গা করে নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ওপেন করতেও দেখা গিয়েছে তাঁকে।

হনুমা বিহারী- টেস্ট দলের মিডল অর্ডারে অনেক সিনিয়রকে টপকে জায়গা করে নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে ওপেন করতেও দেখা গিয়েছে তাঁকে।

০৮ ১৭
রোহিত শর্মা- সাদা বলের ক্রিকেটে তিনি ভারতের সেরা ভরসা হলেও টেস্ট ক্রিকেটে বার বার ব্রাত্য হতে হয়েছে তাঁকে। কিন্তু বিশ্বকাপে যে ফর্মে ছিলেন তিনি, তাঁকে বাদ দিয়ে ভারতীয় দল গড়া সত্যি কঠিন ছিল। তাই টেস্ট দলেও থাকছেন রোহিত।

রোহিত শর্মা- সাদা বলের ক্রিকেটে তিনি ভারতের সেরা ভরসা হলেও টেস্ট ক্রিকেটে বার বার ব্রাত্য হতে হয়েছে তাঁকে। কিন্তু বিশ্বকাপে যে ফর্মে ছিলেন তিনি, তাঁকে বাদ দিয়ে ভারতীয় দল গড়া সত্যি কঠিন ছিল। তাই টেস্ট দলেও থাকছেন রোহিত।

০৯ ১৭
ঋষভ পন্থ- ধোনি পরবর্তী যুগে পন্থকেই ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবেভাবা হচ্ছে। তাই এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকেই বোর্ড নিয়ে যাচ্ছে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে।

ঋষভ পন্থ- ধোনি পরবর্তী যুগে পন্থকেই ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক হিসেবেভাবা হচ্ছে। তাই এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকেই বোর্ড নিয়ে যাচ্ছে উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে।

১০ ১৭
ঋদ্ধিমান সাহা- টেস্টে তিনিই ছিলেন দেশের প্রথম পছন্দের কিপার। কিন্তু চোট ও খারাপ ব্যাটিং ফর্ম বার বার পিছিয়ে দিয়েছে তাঁকে। পন্থ এসে যাওয়ায় দ্বিতীয় কিপার হয়েই থাকতে হবে তাঁকে।

ঋদ্ধিমান সাহা- টেস্টে তিনিই ছিলেন দেশের প্রথম পছন্দের কিপার। কিন্তু চোট ও খারাপ ব্যাটিং ফর্ম বার বার পিছিয়ে দিয়েছে তাঁকে। পন্থ এসে যাওয়ায় দ্বিতীয় কিপার হয়েই থাকতে হবে তাঁকে।

১১ ১৭
রবিচন্দ্রন অশ্বিন- বহুদিন পর দলে ফিরলেন একসময় ভারতীয় দলের একনম্বর স্পিনার। তামিলনাড়ু ক্রিকেট লিগেও ভাল ফর্মে ছিলেন না। তাও শেষবারের মতো তাঁকে সুযোগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

রবিচন্দ্রন অশ্বিন- বহুদিন পর দলে ফিরলেন একসময় ভারতীয় দলের একনম্বর স্পিনার। তামিলনাড়ু ক্রিকেট লিগেও ভাল ফর্মে ছিলেন না। তাও শেষবারের মতো তাঁকে সুযোগ দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

১২ ১৭
রবীন্দ্র জাডেজা- বিশ্বকাপে শেষ ম্যাচে তাঁর দুরন্ত ফর্ম তাঁকে বাদ দেওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য করবেই। টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। তাঁকে বাদ দেওয়া সম্ভবও হয়নি নির্বাচকদের পক্ষে।

রবীন্দ্র জাডেজা- বিশ্বকাপে শেষ ম্যাচে তাঁর দুরন্ত ফর্ম তাঁকে বাদ দেওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য করবেই। টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। তাঁকে বাদ দেওয়া সম্ভবও হয়নি নির্বাচকদের পক্ষে।

১৩ ১৭
কুলদীপ যাদব- ফর্মে না থাকলেও তাঁর বিস্ময় বোলিংয়ের জন্যই তাঁকে বাদ দেওয়া মুশকিল। তাই দলে কুল-চা জুটি এখনও অক্ষত।

কুলদীপ যাদব- ফর্মে না থাকলেও তাঁর বিস্ময় বোলিংয়ের জন্যই তাঁকে বাদ দেওয়া মুশকিল। তাই দলে কুল-চা জুটি এখনও অক্ষত।

১৪ ১৭
ইশান্ত শর্মা- টেস্ট দল নির্বাচন মানেই কিছু নাম ফিরে আসবেই। তাঁদের মধ্যে ইশান্ত অন্যতম। ভারতীয় টেস্ট দল থেকে তাঁকে বাদ দেওয়া অসম্ভব।

ইশান্ত শর্মা- টেস্ট দল নির্বাচন মানেই কিছু নাম ফিরে আসবেই। তাঁদের মধ্যে ইশান্ত অন্যতম। ভারতীয় টেস্ট দল থেকে তাঁকে বাদ দেওয়া অসম্ভব।

১৫ ১৭
মহম্মদ শামি- টেস্ট দলে শামিকেও বাদ দেওয়ার কথা ভাববেন না নির্বাচকরা। এই ভারতীয় দলেবাংলা দলের তিন নম্বর মুখ তিনিই।

মহম্মদ শামি- টেস্ট দলে শামিকেও বাদ দেওয়ার কথা ভাববেন না নির্বাচকরা। এই ভারতীয় দলেবাংলা দলের তিন নম্বর মুখ তিনিই।

১৬ ১৭
যশপ্রীত বুমরা- ভারতীয় দলের এক নম্বর পেসার তিনিই। একদিনের দলে বিশ্রাম দিলেও টেস্ট দলে তাঁকে ছাড়া ভারতীয় দল ভাবা মুশকিল। তাই পেসারদের তালিকায় সবার আগে তাঁর নামটাই লেখা রইল নির্বাচকদের লিস্টে।

যশপ্রীত বুমরা- ভারতীয় দলের এক নম্বর পেসার তিনিই। একদিনের দলে বিশ্রাম দিলেও টেস্ট দলে তাঁকে ছাড়া ভারতীয় দল ভাবা মুশকিল। তাই পেসারদের তালিকায় সবার আগে তাঁর নামটাই লেখা রইল নির্বাচকদের লিস্টে।

১৭ ১৭
উমেশ যাদব- আবার দলে ফিরলেন ভারতের পেস বিভাগের চার মূর্তি। কেমন ফর্মে আছেন তিনি জানা যাবে ক্যারিবিয়ান সফরেই।

উমেশ যাদব- আবার দলে ফিরলেন ভারতের পেস বিভাগের চার মূর্তি। কেমন ফর্মে আছেন তিনি জানা যাবে ক্যারিবিয়ান সফরেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE