Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ICC

ফিরছে কুল-চা জুটি? দলে শামি? দেখে নিন প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এবার লক্ষ্য একদিনের সিরিজ। কেমন হতে পারে সেই সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশ? নতুনদের দেখে নেওয়ার সঙ্গে এবার আসল পরীক্ষার মুখে পড়বে মিডল অর্ডারও। দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০৯:৩৪
Share: Save:
০১ ১২
টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এবার লক্ষ্য একদিনের সিরিজ। কেমন হতে পারে সেই সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশ? নতুনদের দেখে নেওয়ার সঙ্গে এবার আসল পরীক্ষার মুখে পড়বে মিডল অর্ডারও। দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ।

টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এবার লক্ষ্য একদিনের সিরিজ। কেমন হতে পারে সেই সিরিজের প্রথম ম্যাচের প্রথম একাদশ? নতুনদের দেখে নেওয়ার সঙ্গে এবার আসল পরীক্ষার মুখে পড়বে মিডল অর্ডারও। দেখে নেওয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ।

০২ ১২
শিখর ধওয়ন- চোটের পর ফিরে এসে টি২০-তে দেখা যায়নি গব্বরের শাসন। তাই জমছে না ওপেনিং জুটিও। একদিনের সিরিজের প্রথম ম্যাচে মনে হয় না শিখর-রোহিত জুটি ভাঙতে চাইবে ভারত।

শিখর ধওয়ন- চোটের পর ফিরে এসে টি২০-তে দেখা যায়নি গব্বরের শাসন। তাই জমছে না ওপেনিং জুটিও। একদিনের সিরিজের প্রথম ম্যাচে মনে হয় না শিখর-রোহিত জুটি ভাঙতে চাইবে ভারত।

০৩ ১২
রোহিত শর্মা- বিশ্বকাপের পর অনেকেই চেয়েছেন রোহিতের হাতে যাক ওয়ান ডে অধিনায়কের ব্যাটন। কিন্তু সে আশা এখন বিশ বাঁও জলে। তবে ক্যাপ্টেন রোহিতকে না পেলেও হিট-ম্যান রোহিতকে কিন্তু পেতে চাইবে ভারতীয় দল।

রোহিত শর্মা- বিশ্বকাপের পর অনেকেই চেয়েছেন রোহিতের হাতে যাক ওয়ান ডে অধিনায়কের ব্যাটন। কিন্তু সে আশা এখন বিশ বাঁও জলে। তবে ক্যাপ্টেন রোহিতকে না পেলেও হিট-ম্যান রোহিতকে কিন্তু পেতে চাইবে ভারতীয় দল।

০৪ ১২
বিরাট কোহালি- কিং কোহালি আছেন স্বমেজাজেই। তবে স্মিথ যখন অ্যাশেজেরানের ফোয়ারা ছোটাচ্ছেন তখন বিরাট যেন একটু চুপচাপ। তবে এটা ঝড়ের আগের নিস্তব্ধতা কিনা তা বলা মুশকিল। একদিনের সিরিজে রান মেশিন কোহালির অপেক্ষায় ভারত।

বিরাট কোহালি- কিং কোহালি আছেন স্বমেজাজেই। তবে স্মিথ যখন অ্যাশেজেরানের ফোয়ারা ছোটাচ্ছেন তখন বিরাট যেন একটু চুপচাপ। তবে এটা ঝড়ের আগের নিস্তব্ধতা কিনা তা বলা মুশকিল। একদিনের সিরিজে রান মেশিন কোহালির অপেক্ষায় ভারত।

০৫ ১২
ঋষভ পন্থ- ভারতীয় দলের চার নম্বর জায়গা। বিশ্বকাপের আগে, বিশ্বকাপের সময় এবং বিশ্বকাপের পরে, এখনও গুছিয়ে ওঠা গেল না। শেষ কিছু ম্যাচে পন্থকেই সুযোগ দেওয়া হচ্ছে তৈরি হওয়ার। এবারেও তাই হবে আশা করা যায়।

ঋষভ পন্থ- ভারতীয় দলের চার নম্বর জায়গা। বিশ্বকাপের আগে, বিশ্বকাপের সময় এবং বিশ্বকাপের পরে, এখনও গুছিয়ে ওঠা গেল না। শেষ কিছু ম্যাচে পন্থকেই সুযোগ দেওয়া হচ্ছে তৈরি হওয়ার। এবারেও তাই হবে আশা করা যায়।

০৬ ১২
লোকেশ রাহুল- কেদার যাদব যে ভাবে পুরো বিশ্বকাপে অফ ফর্মে ছিলেন,অনেকেই ভাবেননি তিনি ক্যারিবিয়ান সফরে ডাক পাবেন। তবে পনেরো জনের দলে জায়গা পেলেও প্রথম একাদশে পাওয়া কঠিন। সে ক্ষেত্রে নতুন পজিশন, পাঁচ নম্বরে আজ হয়ত রাহুলই থাকবেন।

লোকেশ রাহুল- কেদার যাদব যে ভাবে পুরো বিশ্বকাপে অফ ফর্মে ছিলেন,অনেকেই ভাবেননি তিনি ক্যারিবিয়ান সফরে ডাক পাবেন। তবে পনেরো জনের দলে জায়গা পেলেও প্রথম একাদশে পাওয়া কঠিন। সে ক্ষেত্রে নতুন পজিশন, পাঁচ নম্বরে আজ হয়ত রাহুলই থাকবেন।

০৭ ১২
মণীশ পাণ্ডে- ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবে ভাল খেললেও তার ঝলক এখনও এই সিরিজে দেখা যায়নি। ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও বসে রয়েছেন ড্রেসিং রুমে। তাই নিজের জায়গা খুব শীঘ্রই পাকা করতে হবে মণীশকে।

মণীশ পাণ্ডে- ভারতীয় এ দলের অধিনায়ক হিসেবে ভাল খেললেও তার ঝলক এখনও এই সিরিজে দেখা যায়নি। ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও বসে রয়েছেন ড্রেসিং রুমে। তাই নিজের জায়গা খুব শীঘ্রই পাকা করতে হবে মণীশকে।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা- হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে এই সফরে। দলে অলরাউন্ডার বলতে তিনিই। সত্যিকারের 'থ্রি-ডি' ক্রিকেটার বোধ হয় তিনিই। তাই তাঁকে বাইরে রাখা খুব বুদ্ধিমানের কাজ হবে না।

রবীন্দ্র জাডেজা- হার্দিককে বিশ্রাম দেওয়া হয়েছে এই সফরে। দলে অলরাউন্ডার বলতে তিনিই। সত্যিকারের 'থ্রি-ডি' ক্রিকেটার বোধ হয় তিনিই। তাই তাঁকে বাইরে রাখা খুব বুদ্ধিমানের কাজ হবে না।

০৯ ১২
যুজবেন্দ্র চাহাল- বাঁহাতি জাডেজা দলে থাকায় চাহালের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ‘কুল-চা’জুটির এই ম্যাচে খেলার সম্ভাবনা কম।যদি না ভারত পাঁচ ব্যাটসম্যান ফর্মুলায় খেলতে নামে। তবে বিদেশের মাঠে সেই সম্ভাবনা কম।

যুজবেন্দ্র চাহাল- বাঁহাতি জাডেজা দলে থাকায় চাহালের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে ‘কুল-চা’জুটির এই ম্যাচে খেলার সম্ভাবনা কম।যদি না ভারত পাঁচ ব্যাটসম্যান ফর্মুলায় খেলতে নামে। তবে বিদেশের মাঠে সেই সম্ভাবনা কম।

১০ ১২
ভুবনেশ্বর কুমার- টি২০-তে তিনিই ছিলেন অভিজ্ঞতম।তবে এবারে পাশে পাবেন মহম্মদ শামিকেও। ভুবি-শামি জুটি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যেকোনও সময়।

ভুবনেশ্বর কুমার- টি২০-তে তিনিই ছিলেন অভিজ্ঞতম।তবে এবারে পাশে পাবেন মহম্মদ শামিকেও। ভুবি-শামি জুটি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যেকোনও সময়।

১১ ১২
মহম্মদ শামি- বাংলার পেসার বিশ্বকাপে খুব কম সুযোগ পেয়েছিলেন। তবে সবকটি সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি। তাঁকে সেমিফাইনালে না খেলানোয় অবাক হয়েছিলেন অনেকেই। সেই ম্যাচ হেরেও যায় ভারত। দেখা যাক শামির বিশ্বকাপের ফর্ম ক্যারিবিয়ান দীপপুঞ্জেও দেখা যায় কিনা।

মহম্মদ শামি- বাংলার পেসার বিশ্বকাপে খুব কম সুযোগ পেয়েছিলেন। তবে সবকটি সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি। তাঁকে সেমিফাইনালে না খেলানোয় অবাক হয়েছিলেন অনেকেই। সেই ম্যাচ হেরেও যায় ভারত। দেখা যাক শামির বিশ্বকাপের ফর্ম ক্যারিবিয়ান দীপপুঞ্জেও দেখা যায় কিনা।

১২ ১২
নবদীপ সাইনি- তরুণ বোলারের গতি চমকে দিয়েছে অনেককেই। ভুবি-শামির পাশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে তাঁর কাছে। তবে দলে আসতে পারেন বাঁ-হাতি পেসার খলিদ আহমেদও। তাহলে বাদ পড়ার আশঙ্কা থাকছে সাইনির।

নবদীপ সাইনি- তরুণ বোলারের গতি চমকে দিয়েছে অনেককেই। ভুবি-শামির পাশে অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে তাঁর কাছে। তবে দলে আসতে পারেন বাঁ-হাতি পেসার খলিদ আহমেদও। তাহলে বাদ পড়ার আশঙ্কা থাকছে সাইনির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE