Advertisement
০৩ মে ২০২৪
Cricket

লর্ডস টেস্টে যে কারণগুলি এগিয়ে রাখবে ভারতকে

প্রথম টেস্টে বিরাট কোহালির লড়াইয়ের পরেও আসেনি জয়। সেই পরাজয়ের ‘শোক’ ভুলে লর্ডসে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে কোহালি বাহিনী। টেস্ট শুরুর আগে ক্রিকেট বিশ্লেষকরা কয়েকটি দিকের কথা উল্লেখ করছেন। যাতে কিছুটা হলেও হাত মজবুত হতে পারে টিম ইন্ডিয়ার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ১৭:০২
Share: Save:
০১ ০৬
প্রথম টেস্টে বিরাট কোহালির লড়াইয়ের পরেও আসেনি জয়। সেই পরাজয়ের ‘শোক’ ভুলে লর্ডসে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারত। টেস্ট শুরুর আগে ক্রিকেট বিশেষজ্ঞরা কয়েকটি দিকের কথা উল্লেখ করছেন। যা মেনে চললে জয় আসতে পারে টিম ইন্ডিয়ার ঘরে।

প্রথম টেস্টে বিরাট কোহালির লড়াইয়ের পরেও আসেনি জয়। সেই পরাজয়ের ‘শোক’ ভুলে লর্ডসে দ্বিতীয় টেস্টে নামতে চলেছে ভারত। টেস্ট শুরুর আগে ক্রিকেট বিশেষজ্ঞরা কয়েকটি দিকের কথা উল্লেখ করছেন। যা মেনে চললে জয় আসতে পারে টিম ইন্ডিয়ার ঘরে।

০২ ০৬
বেন স্টোকস: এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে তাঁর একটা স্পেলের সামনে ভেঙে পড়েছিল ভারতীয় ব্যাটিংয়ের শেষ প্রতিরোধ। তাঁর একটা বিষাক্ত ইনসুইং-এ ফিরে গিয়েছিলেন বিরাট কোহালি। কিন্তু, আদালতে হাজিরা দিতে হবে বলে লর্ডস টেস্টে খেলতে পারবেন না স্টোকস। যা কিছুটা হলেও এগিয়ে রাখবে ভারতকে।

বেন স্টোকস: এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে তাঁর একটা স্পেলের সামনে ভেঙে পড়েছিল ভারতীয় ব্যাটিংয়ের শেষ প্রতিরোধ। তাঁর একটা বিষাক্ত ইনসুইং-এ ফিরে গিয়েছিলেন বিরাট কোহালি। কিন্তু, আদালতে হাজিরা দিতে হবে বলে লর্ডস টেস্টে খেলতে পারবেন না স্টোকস। যা কিছুটা হলেও এগিয়ে রাখবে ভারতকে।

০৩ ০৬
চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ হিসাবে নাম উঠে এসেছে পূজারার। কিন্তু, প্রথম টেস্টে চেতেশ্বর পূজারাকে দলে রাখেননি বিরাট। ইতিমধ্যেই মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তনরা পূজারাকে দলে ফেরানোর প্রশ্ন তুলতে শুরু করেছেন। পূজারা ফিরলে ব্যাটিং ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে।

চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটে ‘দ্য ওয়াল’ হিসাবে নাম উঠে এসেছে পূজারার। কিন্তু, প্রথম টেস্টে চেতেশ্বর পূজারাকে দলে রাখেননি বিরাট। ইতিমধ্যেই মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তনরা পূজারাকে দলে ফেরানোর প্রশ্ন তুলতে শুরু করেছেন। পূজারা ফিরলে ব্যাটিং ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে।

০৪ ০৬
রবীন্দ্র জাডেজা: প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি বল হাতে ঝলসে উঠেছিলেন ইশান্ত শর্মাও। এই দুই ফর্মে থাকা বোলারের সঙ্গে আরও এক স্পিনার দলে থাকলে লাভ হবে ভারতের। সে ক্ষেত্রে পরবর্তী ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজাকে। জাডেজা দলে থাকলে শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংয়ের দিক থেকেও মজবুত হবে দল।

রবীন্দ্র জাডেজা: প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি বল হাতে ঝলসে উঠেছিলেন ইশান্ত শর্মাও। এই দুই ফর্মে থাকা বোলারের সঙ্গে আরও এক স্পিনার দলে থাকলে লাভ হবে ভারতের। সে ক্ষেত্রে পরবর্তী ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে রবীন্দ্র জাদেজাকে। জাডেজা দলে থাকলে শুধু বোলিং নয়, ব্যাটিং-ফিল্ডিংয়ের দিক থেকেও মজবুত হবে দল।

০৫ ০৬
বিরাট কোহালি: প্রথম টেস্টে একা হাতে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক। যে ভাবে বিরাট ইংল্যান্ডের বোলিং আক্রমণকে সামলেছেন, তা এক কথায় অসাধারণ। দ্বিতীয় টেস্টে বিরাট নিজের ফর্ম ধরে রাখতে পারলে বাড়তি সুবিধা পাবে ভারতই।

বিরাট কোহালি: প্রথম টেস্টে একা হাতে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক। যে ভাবে বিরাট ইংল্যান্ডের বোলিং আক্রমণকে সামলেছেন, তা এক কথায় অসাধারণ। দ্বিতীয় টেস্টে বিরাট নিজের ফর্ম ধরে রাখতে পারলে বাড়তি সুবিধা পাবে ভারতই।

০৬ ০৬
ওপেনিং জুটিতে পরিবর্তন: প্রথম টেস্টে ভারতীয় দলের শুরু মোটেই ভাল হয়নি। তেমন কিছু করতে পারেননি বিরাটের পছন্দের ‘গব্বর’ শিখর ধওয়ন। তিন নম্বরে নেমে খেই হারিয়েছিল লোকেশ রাহুলের ব্যাটও। যদি পূজারা দলে আসেন, সে ক্ষেত্রে রাহুল শুরুতে আসতে পারেন।

ওপেনিং জুটিতে পরিবর্তন: প্রথম টেস্টে ভারতীয় দলের শুরু মোটেই ভাল হয়নি। তেমন কিছু করতে পারেননি বিরাটের পছন্দের ‘গব্বর’ শিখর ধওয়ন। তিন নম্বরে নেমে খেই হারিয়েছিল লোকেশ রাহুলের ব্যাটও। যদি পূজারা দলে আসেন, সে ক্ষেত্রে রাহুল শুরুতে আসতে পারেন।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE